মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৪০লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন মানিকছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) মাদক বর্তমান সমাজের জনজীবনের অন্যতম ত্রাস। এই ত্রাস নির্মুলের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম(বার) এর নের্তৃত্বে খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মাদক নির্মুলের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে রাত ১০টার দিকে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ অত্র থানা এলাকায় জিডি নং-৮৮৯ মূলে বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন আমতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ০৩ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামতলা মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে এমন সংবাদে সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করিয়া তাহার নিকট হইতে ৪০ লিটার চোলাইমদ জব্দ সহ আসামী মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩), শিশু চন্দ্র চৌধুরী (৪৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মিঞোইউ মারমা (৩৫),রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি এলাকার বাসিন্দা চাইংছাথুই মারমা ছেলে। মাখ্যাই চিং মারমা (৪৩), রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাকঘরপাড়া এলাকার বাসিন্দা ক্যজাইমা মারমার ছেলে শিশু চন্দ্র চৌধুরী (৪৭), খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ডাক্তার টিলা এলাকার
গোপাল চন্দ্র চৌধুরীর ছেলে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ও সি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু
হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।




















