ঢাকার মোহাম্মদপুর-ঘাটারচর রোডের বসিলায় বালিবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৬:৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত এবং নিহত সকলেই সিএনজির যাত্রী ছিলো, এবং ধারণা করা হচ্ছে তারা সকলেই কেরানীগঞ্জের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৬:৪৫ মিনিটে সিএনজিটি কেরানীগঞ্জের আটিবাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে মোহাম্মদপুর যাচ্ছিলো। সিএনজিটি বসিলা ব্রিজ থেকে নামা মাত্রই অপরদিক থেকে আসা বালু বুঝাই ট্রাকটি যাত্রীবাহী বাস কে ওভারটেক করতে গেলে রাস্তার বিপরীত পাশে চলে যায়, এসময় দ্রুতগামী সিএনজিটি ট্রাকের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সেলিম(৩৫) এর লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং বাকিদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক।




















