১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

দুঃখ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যমে অভিনেত্রী ‘শবনম ফারিয়া বিয়ে করেছেন’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নিয়ে দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন শবনম ফারিয়া। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ইঙ্গিতপূর্ণ অশালীন শব্দও ব্যবহার করে ফেলেন। যা গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।

কিন্তু নিজের ‘ভুল’ বুঝতে পেরে একদিন পরে এসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে নেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেই বক্তব্যকে ‘রাগের মাথা’র বক্তব্য হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া ফেসবুকে বলেছেন, গতকাল সকালে রাগের মাথায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কারণ, সকাল থেকে একের পর এক আমার কাছে ফোন আসছিল। এতে আমি খুব বিব্রত ও বিরক্ত হয়ে পড়ি। কাজে মনোযোগী হতে পারছিলাম না। ডিরেক্টর বিরক্ত হচ্ছিল, ডায়লগ ডেলিভারিতে সমস্যা হচ্ছিল, আত্মীয় স্বজনরাও ফোন দেয়া শুরু করেছে, সে সময় অনেকটা বাধ্য হই ফেসবুকে স্ট্যাটাস দিতে।

এই অভিনেত্রী বলেন, আমার লেখাটায় রাগের বসে দু-একটি নেগেটিভ শব্দ ব্যবহার হওয়ায় অন্যান্যদের উপর প্রভাব পড়েছে। এর জন্য আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি। সেসময় আমি মাথা ঠাণ্ডা রেখে গুছিয়ে স্ট্যাটাসটা লিখতে পারিনি কিংবা সুযোগও হয়নি। আমি আগেও বলেছি এখনও বলছি, সংবাদকর্মী ও একজন শিল্পী একে অন্যের পরিপূরক।

উল্লেখ্য, মিসির আলি চরিত্র নির্ভঅর উপন্যাস দেবী অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করছেন শবনম ফারিয়া।

ট্যাগ :
জনপ্রিয়

দুঃখ প্রকাশ করলেন শবনম ফারিয়া

প্রকাশিত : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮

সম্প্রতি কয়েকটি অনলাইন গণমাধ্যমে অভিনেত্রী ‘শবনম ফারিয়া বিয়ে করেছেন’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নিয়ে দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন শবনম ফারিয়া। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ইঙ্গিতপূর্ণ অশালীন শব্দও ব্যবহার করে ফেলেন। যা গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।

কিন্তু নিজের ‘ভুল’ বুঝতে পেরে একদিন পরে এসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে নেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেই বক্তব্যকে ‘রাগের মাথা’র বক্তব্য হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া ফেসবুকে বলেছেন, গতকাল সকালে রাগের মাথায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কারণ, সকাল থেকে একের পর এক আমার কাছে ফোন আসছিল। এতে আমি খুব বিব্রত ও বিরক্ত হয়ে পড়ি। কাজে মনোযোগী হতে পারছিলাম না। ডিরেক্টর বিরক্ত হচ্ছিল, ডায়লগ ডেলিভারিতে সমস্যা হচ্ছিল, আত্মীয় স্বজনরাও ফোন দেয়া শুরু করেছে, সে সময় অনেকটা বাধ্য হই ফেসবুকে স্ট্যাটাস দিতে।

এই অভিনেত্রী বলেন, আমার লেখাটায় রাগের বসে দু-একটি নেগেটিভ শব্দ ব্যবহার হওয়ায় অন্যান্যদের উপর প্রভাব পড়েছে। এর জন্য আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি। সেসময় আমি মাথা ঠাণ্ডা রেখে গুছিয়ে স্ট্যাটাসটা লিখতে পারিনি কিংবা সুযোগও হয়নি। আমি আগেও বলেছি এখনও বলছি, সংবাদকর্মী ও একজন শিল্পী একে অন্যের পরিপূরক।

উল্লেখ্য, মিসির আলি চরিত্র নির্ভঅর উপন্যাস দেবী অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করছেন শবনম ফারিয়া।