০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুসাব্বির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এব্যাপারে সোমবার (২৫ সেপ্টেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বাদী হয়ে মুসাব্বিরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেছেন।

ধর্ষণের ঘটনাটি গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় ঘটেছে।অভিযুক্ত মুসাব্বির মিয়া পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ার মো. জিনত আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় শিশুটি পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি পশ্চিমপাড়া বাড়ি সংলগ্ন বাজারে গিয়েছিল লেবু কেনার জন্য। বাড়িতে ফেরার পথে শিশুটিকে মুসাব্বির গলায় চুরি ধরে জোর করে তিতাস নদীর পাড়ের খালি জায়গায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে চুরির ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বাড়ির পিছনে ফেলে পালিয়ে যায় মুসাব্বির।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ৫ দিন যাবৎ গাইনী বিভাগে শিশুটির চিকিৎসা শেষে ২৪ সেপ্টেম্বর রোববার বাড়ি নিয়ে আসে। শিশুটির মা আরো জানান, আমার মেয়েকে গলায় চুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্ব ধর্ষণ করে বখাটে মুসাব্বির। আমি তার বিচার চাই। আমি আমার মেয়ের ন্যায়বিচারের জন্য সোমবার (২৫ সেপ্টেম্বর) মহামান্য আদালতে মামলা করেছি।

পাকশিমুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য নাজমুল হক বলেন, মেয়ের বাবা আমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেয়াটিকে ভর্তি করিয়েছে। মেয়েটির অবস্থা মোটামুটি ভালোই। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা একমাত্র আল্লাহ জানে আমি তো আর জানি না। আমি চেষ্টা করতেছি কিছু সরদার মাতব্ব নিয়ে বিষয়টি শেষ করার জন্য।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, শুনেছি একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির বাবা আমার কাছে এসেছিল। আমি শিশুটির খোঁজ খবর নিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

প্রকাশিত : ০৭:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুসাব্বির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এব্যাপারে সোমবার (২৫ সেপ্টেম্বর) শিশুটির মা স্বপ্না বেগম বাদী হয়ে মুসাব্বিরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেছেন।

ধর্ষণের ঘটনাটি গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় ঘটেছে।অভিযুক্ত মুসাব্বির মিয়া পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ার মো. জিনত আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুটির বাবা-মা ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় শিশুটি পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি পশ্চিমপাড়া বাড়ি সংলগ্ন বাজারে গিয়েছিল লেবু কেনার জন্য। বাড়িতে ফেরার পথে শিশুটিকে মুসাব্বির গলায় চুরি ধরে জোর করে তিতাস নদীর পাড়ের খালি জায়গায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে চুরির ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বাড়ির পিছনে ফেলে পালিয়ে যায় মুসাব্বির।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ৫ দিন যাবৎ গাইনী বিভাগে শিশুটির চিকিৎসা শেষে ২৪ সেপ্টেম্বর রোববার বাড়ি নিয়ে আসে। শিশুটির মা আরো জানান, আমার মেয়েকে গলায় চুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্ব ধর্ষণ করে বখাটে মুসাব্বির। আমি তার বিচার চাই। আমি আমার মেয়ের ন্যায়বিচারের জন্য সোমবার (২৫ সেপ্টেম্বর) মহামান্য আদালতে মামলা করেছি।

পাকশিমুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য নাজমুল হক বলেন, মেয়ের বাবা আমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেয়াটিকে ভর্তি করিয়েছে। মেয়েটির অবস্থা মোটামুটি ভালোই। মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা একমাত্র আল্লাহ জানে আমি তো আর জানি না। আমি চেষ্টা করতেছি কিছু সরদার মাতব্ব নিয়ে বিষয়টি শেষ করার জন্য।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, শুনেছি একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির বাবা আমার কাছে এসেছিল। আমি শিশুটির খোঁজ খবর নিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh