ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এদিন ১৫৮ বারে কোম্পানির ৪ লাখ ৯৪ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ দর কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়েছে।
এদিন কোম্পানিটি ৩৫ বারে ৪ হাজার ৪৫টি শেয়ার লেনদেন করেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট, ব্রাক ব্যাংক, ব্যাংক এশিয়া, জাহিন স্পিনিং, ওয়াটা কেমিক্যাল ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

























