ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের চাপায় মোটর কাদের মোল্লা (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী।
নিহত কাদের উদ্দীপন নামের একটি এনজিওর ক্রেডিট অফিসার ছিলেন। তার বাড়ি জেলার শিবালয় উপজেলায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাদের ও তার সাথে থাকা অজ্ঞাত একজন আরোহী আরিচার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাদের মারা যান। অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উদ্দীপনের ম্যানেজার গোলাম রব্বানী জানান, নিহত কাদের মোল্লা উদ্দীপনের বানিয়াজুরি শাখায় অল্প কিছুদিন হলো যোগদান করেছিলেন। তবে ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন সেটা এখনো জানা যায়নি।




















