১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলায় আ.লীগ নেতা জেলে

মাদারীপুরের রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে নিজ দলীয় (আওয়ামী লীগ) অফিস সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় সোহরাব খালাসী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে একই এলাকার আব্দুস ছালাম খালাসী নামে একজন বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসী (মামলার বাদী) দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ। এসময় তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসীর (মামলার বাদী) মধ্যে একটি চেকের মামলা রয়েছে, সেই জেরে ছালাম খালাসীকে ফাসানোর জন্য নিজেই এ কান্ড ঘটিয়েছে। পরবর্তীতে সোহরাব খালাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুক্ষ বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর মামলায় আ.লীগ নেতা জেলে

প্রকাশিত : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুরের রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে নিজ দলীয় (আওয়ামী লীগ) অফিস সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় সোহরাব খালাসী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজৈরের বদরপাশা ইউনিয়নের রাজার বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে একই এলাকার আব্দুস ছালাম খালাসী নামে একজন বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসী (মামলার বাদী) দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ। এসময় তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোহরাব খালাসী (আ.লীগ নেতা) ও ছালাম খালাসীর (মামলার বাদী) মধ্যে একটি চেকের মামলা রয়েছে, সেই জেরে ছালাম খালাসীকে ফাসানোর জন্য নিজেই এ কান্ড ঘটিয়েছে। পরবর্তীতে সোহরাব খালাসীর বিরুদ্ধে এজাহার দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুক্ষ বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব খালাসীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh