হলিউডের একটি সিনেমায় সউদি আরবের আহদ কামেল নামে এক অভিনেত্রী অভিনয় করতে যাচ্ছেন।তিনি শুধু অভিনেত্রীই নন, চলচ্চিত্র নির্মাতাও। তিনিই প্রথম সউদি নারী, যিনি হলিউডের কোনো ছবিতে অভিনয় করবেন।
নির্মাণাধীন ছবিটি একটি হরর মুভি। এটি পরিচালনা করছেন ডগলাস সি. উইলিয়াম। এ বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এ বছরের গোড়ার দিকে বিখ্যাত নেটফ্লিক্স সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান কামেল। তাঁর আগে কোনো সউদি অভিনেত্রী এ সিরিজে অভিনয়ের সুযোগ পাননি। তাঁকে কোলেটারেল নামের একটি মিনি সিরিজে দেখা যায়। সিরিজটি বিবিসিতেও সম্প্রচারিত হয়।
এছাড়া অন্যান্য বিখ্যাত আরব নারীদের মতো তাঁর ছবিও ছাপা হয় ভোগ অ্যারাবিয়া ম্যাগাজিনে। সূত্র : আল অ্যারাবিয়া ইংলিশ


























