ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। আর এ ম্যাচের আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানাল আর্জেন্টিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছে। অফিসিয়াল এই পেজে এএফএ লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।’
এর আগে গত কাতার ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশিদের উন্মাদনা বিশ্ব গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। এরপর আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন। যেখানে বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক বেশ জোরালো হয়েছে ওই ঘটনার পর থেকে।
সবশেষ গত মার্চে আর্জেন্টিনা ফুটবলের পাড়ভক্ত সাকিবের জন্য দেশটির ক্রিকেট দল একটি জার্সি পাঠিয়েছিল। যা খেলার আগেই আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে তুলে দেন।
পরবর্তীতে বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি হয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। যাদের অংশীদার বানিয়েই এবার বার্তা পাঠাল এএফএ।


























