বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসান শীর্ষে থাকবেন, তা নিয়ে কোনো শঙ্কা নেই। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান যশখ্যাতি, গড়েছেন একাধিক রেকর্ড, বরাবরই রাজত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। বাইশ গজের বাইরেও ‘হট ফিগার’ দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
বিশ্বকাপ শুরুর আগেই দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ইস্যুতে নতুন বিতর্কে নাম জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সাকিব। এরপর তামিমের বাদ পড়া ইস্যুতে মুখ খুলেন এই অলরাউন্ডার। দাবি করেন, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার বিষয়ে কিছুই জানেন না তিনি।
এদিকে ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এই জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজেরা।
সাকিব আল হাসানের দলের এমন জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। স্ট্যাটাসে শিশির মূলত একটি ইমোজি জুড়ে দিয়ে চুপ থাকার ইঙ্গিত করেছেন।
এর আগে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির চলতি বিশ্বমঞ্চে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার পোস্ট শেয়ার করেন সাকিবপত্নী শিশির। এর ক্যাপশনে মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ বলেও আখ্যায়িত করেন তিনি।
পোস্টটি শেয়ার করে ক্যাপশনে শিশির লেখেন, মীর জাফর এই তালিকায় ঢুকল কী করে! এটা নকল হতে পারে।
আইসিসির প্রকাশিত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে তিনে ছিলেন সাকিব। ওই পর্যন্ত বিশ্বকাপে ৩৪ উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আফগান বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ৩৭।