নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মো. আবুসাদাদকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। রোববার (৮ অক্টোবর) ভোরে নলডাঙ্গার ধোপাপুকুর (গাঙ্গইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন।র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন। আসামী মোঃ আবুসাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরীতে কর্মরত ছিলন। আসামী মোঃ আবুসাদাদ বিদ্যালয়ে পিয়নের চাকুরীর পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। অত্র মামলার ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম আসামীকে মামা বলে ডাকত।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়,০২ আক্টবর সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করাকালীন সময়ে উক্ত বিদ্যালয়ের পিয়ন আসামী মোঃ আবু সাদাদ ভিকটিমকে ডেকে ৩য় শ্রেণী কক্ষে নিয়ে যায়। শ্রেণী কক্ষে নিয়ে আসামী মোঃ আবু সাদাদ ভিকটিমের পরিহিত হাফ প্যান্ট খুলে গামছা দ্বারা মুখ বেঁেধ শ্রেণী কক্ষের বেঞ্চের উপর রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে উক্ত ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামীর কাছে উক্ত বিষয়টি জানতে চাইলে আসামী বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০,০০০/- টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর হতেই আসামী মোঃ আবু সাদাদ উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় ০৮ অক্টোবর ভোররাত্রি ০৪ ঘটিকার দিকে নলডাঙ্গা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) গ্রাম হতে ০৫ ঘন্টার রুদ্ধশ্বাস একটি অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবু সাদাদকে গ্রেফতার করে।
নলডাঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে কোর্টের মাধ্যমে আসামীকে কারাগাওে প্রেরণ করা হয়েছে।




















