মাত্র ১১ বছর বয়স থেকেই অ্যারিয়েল উইন্টারকে টিভি পর্দায় দেখে আসছেন ‘মডার্ন ফ্যামিলি’ নামের টিভি সিরিজের দর্শকরা। সে হিসেবে বিপুল দর্শকের চোখের সামনেই বড় হয়েছেন মার্কিন এ অভিনেত্রী ও ভয়েস আর্টিস্ট। সে জন্যই হয়তো অ্যারিয়েলের প্রাপ্তবয়স্ক ‘উত্তেজক’ ছবি সাধারণ মানুষ ভালোভাবে নিতে পারে না।
নিজের ছবি নিয়ে ইনস্টাগ্রামে নিয়মিত সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপের মুখে পড়তে হয় এ অভিনেত্রীকে। বারবার এসবের বিরুদ্ধে কথা বলেও সমালোচনার হাত থেকে নিস্তার পাননি তিনি।
ইনস্টাগ্রামে কিছু ছবি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। লাপাম ম্যাগাজিনের কাভার শুটের জন্য কালো শাইনি ড্রেসের এ ছবিটি তুলেছিলেন অ্যারিয়েল। ইনস্টাগ্রামে ছবিটিতে তিন লাখের বেশি লাইক পড়েছে।
বেইজিংয়ে গাড়ির বনেটের ওপর সিগারেট হাতে বসা অ্যারিয়েলের এ ছবিতে আড়াই লাখ লাইক পড়েছে। ছবিটির মন্তব্যের ঘরে অনেকে তাকে ‘পতিতা’ বলতে ছাড়েনি।
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করার পর অনেকে অ্যারিয়েলকে তাদের বাইকের পেছনে বসার প্রস্তাব দেয়।
স্নাতক শেষ হওয়ার পর উদযাপনের ছবি। অনেকেই মন্তব্য করেছেন অ্যারিয়েলের এমন পোশাক বাছাই করা ঠিক হয়নি। জবাবে তিনি লিখেন, ‘এই পোশাকে আমাকে হট লাগছে। আপনার পছন্দ না হলে এটি কিনবেন না।’
মেক্সিকো সফরে গিয়ে ছবিটি তুলেছেন অ্যারিয়েল। ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক অ্যারিয়েলের শারীরিক গঠন অনেককেই চমকে দিয়েছে। তবে সমালোচনা করার লোকও কিন্তু কম নয়।
একটি ফটোশুটে ক্যামেরার পেছনের দৃশ্যটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অ্যারিয়েল। এ ছবিটির নিচে অনেকেরই মন্তব্য ছিল, ‘নগ্নতা’ ছাড়তে চান না এই অভিনেত্রী।


























