যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন আইটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দিস মর্নিং’। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সংবাদ, স্বাস্থ্য, জীবনযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটির একটি পর্বে হাজির হয়েছিলেন বিভিন্ন কারণে চুল পড়ে যাওয়া কিছু নারী। সেখানকার সেটে তারা পরচুলা খুলে ফেলেন। তা দেখে কেঁদে ফেলেন বহু দর্শক।
দ্য সানের প্রতিবেদনে জানানো হয়, চুল পড়ে যাওয়ায় জীবনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল ওই নারীদের। এসব প্রতিবন্ধকতা কাটিয়েই সামনে এগিয়েছেন তারা।
অনুষ্ঠান চলাকালে আটজনের পরচুলা খুলে ফেলাকে অনেকেই সাহসী কাজ হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, চুল ছাড়াও যে মানুষ সুন্দর হতে পারে, এমনটাই প্রমাণ করলেন তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অনেকেই ব্রিটিশ এই নারীদের ‘সাহসী’ ও ‘সুন্দরী’ হিসেবে আখ্যায়িত করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্যানাশ নামের একটি গ্রুপের সদস্য ওই আটজন। ওই গ্রুপে ১১ বছর বয়সী মেয়ে থেকে শুরু করে ৭৪ বছর বয়সী নারীরাও আছেন। তাদের কারোর মাথাতেই চুল নেই।
প্যানাশ গ্রুপটি বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেয়। এর মধ্যে রয়েছে মেকআপের ওয়ার্কশপ, পরচুলা পরা, নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের কর্মশালার মতো বিষয়গুলো।


























