ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বেউতা এলাকায় অভিযান চালিয়ে দেশিও মদ তৈরির সরঞ্জাম সহ ২ জনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ৷ মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর ৬ টায় কেরানীগঞ্জ মডেল থানার একটি টহল দল অভিযান চালিয়ে ৭৮ ড্রাম চুলাই মদ জব্দ করে৷ এলাকাবাসী জানায়, বহুদিন ধরে তারা মদ তৈরির কাজে সাথে জড়িত, কিছুদিন আগেও তাদের গ্রেফতার হয়েছিলো তারা৷ কিন্তু জেল থেকে জামিনে বের হয়ে আবারও সেই মদ তৈরির কারখানা চালু করে৷ তারা স্হান পরিবর্তন করলে তাদের মাদকের ব্যবসা পরিবর্তন করেনি৷ তারা দুজন মাদক ব্যবসায়ী৷
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, এর আগেও এই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে৷ জামিনে বের হয়ে সে আবার ও দেশীও মদ তৈরির কারখানা চালু করে৷ তার কারখানা থেকে দেশীও মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো৷ আমরা ৭৮ ড্রাম দেশিও মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হই৷
বিজনেস বাংলাদেশ/dh




















