০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ঈদে তিশা-নাঈমের ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’

মাহমুদ দিদারের চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত হলো টেলিফিল্ম ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’। এটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন নাঈম।

টেলিফিল্ম প্রসঙ্গে তিশা জানান, ‘আমার চরিত্র জেনিফার; যে কিনা একজন মেথড এক্ট্রেস, প্রচণ্ড ডেডিকেটেড একজন অভিনেত্রী। সে ক্যারেক্টার এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা ক্যারাক্টারে ঢুকে যায়। আমার প্রেমিক তাজ (নাঈম) সেখান থেকে তাকে একটা অন্য ঘোরে নিয়ে আসতে চায়। প্রকৃতপক্ষে জেনিফার সিনেমার শুটিং এর ভিতর দিয়ে একজন কৃমিনালকে মেরে ফেলে। আর এই ঈদে নাঈমের সঙ্গে এই পর্যন্ত পাঁচটি কাজ করেছি। আশা করছি দর্শকদের নাটকগুলো ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এ নাটকগুলো ছাড়া এ ঈদে আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। যা দেখে দর্শকদের অনেক ভালো লাগবে।’

নাঈম বলেন, ‘আমি তিশার প্রেমিক তাজ। আমি তিশাকে অভিনয়ের ঘোর থেকে বের করে নিয়ে আসতে চাই।

নাটকে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক। আসন্ন ঈদে বাংলাভিশনে এটি প্রচারিত হবে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ঈদে তিশা-নাঈমের ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’

প্রকাশিত : ১২:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮

মাহমুদ দিদারের চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত হলো টেলিফিল্ম ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’। এটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন নাঈম।

টেলিফিল্ম প্রসঙ্গে তিশা জানান, ‘আমার চরিত্র জেনিফার; যে কিনা একজন মেথড এক্ট্রেস, প্রচণ্ড ডেডিকেটেড একজন অভিনেত্রী। সে ক্যারেক্টার এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা ক্যারাক্টারে ঢুকে যায়। আমার প্রেমিক তাজ (নাঈম) সেখান থেকে তাকে একটা অন্য ঘোরে নিয়ে আসতে চায়। প্রকৃতপক্ষে জেনিফার সিনেমার শুটিং এর ভিতর দিয়ে একজন কৃমিনালকে মেরে ফেলে। আর এই ঈদে নাঈমের সঙ্গে এই পর্যন্ত পাঁচটি কাজ করেছি। আশা করছি দর্শকদের নাটকগুলো ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এ নাটকগুলো ছাড়া এ ঈদে আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। যা দেখে দর্শকদের অনেক ভালো লাগবে।’

নাঈম বলেন, ‘আমি তিশার প্রেমিক তাজ। আমি তিশাকে অভিনয়ের ঘোর থেকে বের করে নিয়ে আসতে চাই।

নাটকে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক। আসন্ন ঈদে বাংলাভিশনে এটি প্রচারিত হবে বলে জানা গেছে।