রংপুরের মিঠাপুকুরে ১০১ কেজি গাঁজাসহ ফরহাদ ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ । সোমবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার পায়রাবন্দ ইউপির রংপুর-ঢাকাগামী মহাসড়কে ভুট্টা বোঝাই ট্রাক থেকে মাদক ও কারবারিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রামের সদর উপজেলার চৌকিদার পাড়ার খলিলুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ ইসলাম স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ তিনি বগুড়া এবং পাশের জেলাগুলোতে মাদক কারবার করে আসছে।
র্যাব সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহাসড়কে অবৈধ মাদক গাঁজা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাক, মাদক ও আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচ




















