সিনেমা নয়, বরং নিজের খোলামেলা পোশাক ও আবেদনময়ী অবতারের জন্য জনপ্রিয়তা পেয়েছেন পুনম পাণ্ডে। নগ্নতাকে পুঁজি করে যার পথচলা, তিনি তার শোর প্রচারণার জন্য খোলামেলা পোশাক পরবেন, সেটিই স্বাভাবিক। সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের একটি শো উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন পুনম। আর সেই বিজ্ঞাপনে এক পুরুষের হাত নিজের বক্ষে রাখতে দেন এই মডেল ও অভিনেত্রী।
এর আগে বহুবার অর্ধনগ্ন হয়ে বিতর্ক সৃষ্টি করেন পুনম। নগ্নতার সেই রীতি এখনো অব্যাহত রেখেছেন তিনি। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণতা ছড়ানো শুরু করেছেন তিনি। অবশ্য এবার পুনমের কাণ্ডকারখানা হতবাক নেটিজেনরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পুনম। ভিডিওটির শুরুতে সাদা-কালো বিকিনিতে দেখা যায় তাকে। তার এমন লুক নতুন না হলেও পরের দৃশ্য দেখেই চমকে ওঠেন দর্শকরা। ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের কমেডিয়ান নিতিন মিরানির হাত ধরে টেনে নিজের স্তনের উপর রাখেন পুনম। আর এ অবস্থাতেই কথোপকথন চালিয়ে যান তারা।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এবার বক্ষ প্রদর্শনকে পুনম অন্য মাত্রায় পৌঁছে দিলেন। বিশ্বকাপের জন্য একটি শো ‘নটি ফিফা ২০১৮’ নামের শোয়ের প্রচারণায় অশালীনতার সংজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুষ সঙ্গীকে স্তনে হাত রাখতে বলেন অন্তর্বাস পরিহিতা পুনম।
শোটি দেখা যাবে পুনম পাণ্ডে অ্যাপে। পুনম জানিয়েছেন, বিশ্বকাপে নারী ভক্তদের উৎসাহ দিতেই আসছে এই শো।
সূত্র: লেটসলি

























