০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

হোমনায় ড্রেজারে মাটি কাটায় ইউপি সদস্যেকে জরিমানা

কুমিল্লার হোমনায় ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় এক ইউপি সদস্যকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে পুনরায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মাটি কাটায় উপজেলার আসাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (উত্তর ঘনিয়ারচর গ্রাম) ইউপি সদস্য মো. নূরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড দেওয়া হয়।

এছাড়া ড্রেজিংয়ে ব্যবহৃত দুই শ’ ফুট পিভিসি পাইপ ধ্বংস করে ড্রেজারটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভূমি) ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এসময় সঙ্গীয় পুলিশসহ উপস্থিত ছিলেন হোমনা থানার এসআই প্রতুল দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ইউএনও মহোদয়ের দেওয়া পূর্বের সতর্ক আদেশ অমান্য করে ও যথাযথ প্রক্রিয়া না মেনে ইউপি সদস্য মো. নূরুজ্জামান ওই এলাকার একটি পতিত জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ড্রেজিংয়ে ব্যবহৃত দুইশ ফুট পাইপ ধ্বংস করে ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় ড্রেজারে মাটি কাটায় ইউপি সদস্যেকে জরিমানা

প্রকাশিত : ০২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

কুমিল্লার হোমনায় ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় এক ইউপি সদস্যকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে পুনরায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মাটি কাটায় উপজেলার আসাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (উত্তর ঘনিয়ারচর গ্রাম) ইউপি সদস্য মো. নূরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড দেওয়া হয়।

এছাড়া ড্রেজিংয়ে ব্যবহৃত দুই শ’ ফুট পিভিসি পাইপ ধ্বংস করে ড্রেজারটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভূমি) ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এসময় সঙ্গীয় পুলিশসহ উপস্থিত ছিলেন হোমনা থানার এসআই প্রতুল দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ইউএনও মহোদয়ের দেওয়া পূর্বের সতর্ক আদেশ অমান্য করে ও যথাযথ প্রক্রিয়া না মেনে ইউপি সদস্য মো. নূরুজ্জামান ওই এলাকার একটি পতিত জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ড্রেজিংয়ে ব্যবহৃত দুইশ ফুট পাইপ ধ্বংস করে ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে