০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

কোহলির নতুন যে নাম দিলেন আনুশকা

ঘরের মাঠের বিশ্বকাপে উড়ছে ভারত। পাঁচ ম্যাচের সবকটিতে রান তাড়ায় জিতেছে স্বাগতিক দলটি। টিম ইন্ডিয়ার এই জয়যাত্রার অন্যতম নায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে বিশ্বমঞ্চে সেরা সময় পার করছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়খরা কাটানোর দিনেও শতরানের কাছাকাছি গিয়েও ৯৫ রানের মাথায় আউট হয়ে গেছেন।

তাতে কী! ভারতের দারুণ জয়ের অন্যতম নায়ক এদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারলেও স্ত্রীর কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন। কোহলিকে নতুন একটি নাম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।

জয় থেকে দল আর ৫ রান দূরে ছিল। সেঞ্চুরির ম্যাজিক ফিগারে যেতে কোহলিরও দরকার ছিল আর ৫ রান। এমন সমীকরণে ক্রমাগত স্লোয়ার ছাড়েন কিউই বোলাররা। তাতে ধৈর্য্য হারিয়ে আকাশে বল তুলে দেন কোহলি। ৯৫ রানে আউট হন।

শেষমেশ ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেও তাই ধর্মশালায় ছিল রাজ্যের নীরবতা। কোহলিও পুড়েছেন আক্ষেপে। এই সেঞ্চুরিটা হলেই যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারতেন। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি থেকে মাত্র ১টা দূরে ছিলেন কোহলি। সেঞ্চুরি পেলেই শচীনের পাশে বসতে পারতেন।

দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। পরেরটিতে আনুশকা লিখেছেন, ‘তোমাকে নিয়ে সব সময়ই গর্বিত।’

দ্বিতীয় ছবিটি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগো সংযুক্ত। আর এই ছবির নিচে ক্যাপশনে লেখা, ‘বেঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি আলো হয়ে ফিরব।’ এ ছবি শেয়ার করেই কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা। অর্থাৎ, যে ঝড়ের পিছু ছুটতেও কুণ্ঠা করে না!

এই বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটাচ্ছেন কোহলি। পাঁচ ইনিংসে তার রান —৮৫, ৫৫*, ১৬, ১০৩* ও ৯৫। ১১৮.০০ গড়ে ৩৫৪ রান।

বিজনেস বাংলদেশ/একে

২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প আলোচনা

কোহলির নতুন যে নাম দিলেন আনুশকা

প্রকাশিত : ০৩:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ঘরের মাঠের বিশ্বকাপে উড়ছে ভারত। পাঁচ ম্যাচের সবকটিতে রান তাড়ায় জিতেছে স্বাগতিক দলটি। টিম ইন্ডিয়ার এই জয়যাত্রার অন্যতম নায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে বিশ্বমঞ্চে সেরা সময় পার করছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়খরা কাটানোর দিনেও শতরানের কাছাকাছি গিয়েও ৯৫ রানের মাথায় আউট হয়ে গেছেন।

তাতে কী! ভারতের দারুণ জয়ের অন্যতম নায়ক এদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারলেও স্ত্রীর কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন। কোহলিকে নতুন একটি নাম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।

জয় থেকে দল আর ৫ রান দূরে ছিল। সেঞ্চুরির ম্যাজিক ফিগারে যেতে কোহলিরও দরকার ছিল আর ৫ রান। এমন সমীকরণে ক্রমাগত স্লোয়ার ছাড়েন কিউই বোলাররা। তাতে ধৈর্য্য হারিয়ে আকাশে বল তুলে দেন কোহলি। ৯৫ রানে আউট হন।

শেষমেশ ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেও তাই ধর্মশালায় ছিল রাজ্যের নীরবতা। কোহলিও পুড়েছেন আক্ষেপে। এই সেঞ্চুরিটা হলেই যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারতেন। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি থেকে মাত্র ১টা দূরে ছিলেন কোহলি। সেঞ্চুরি পেলেই শচীনের পাশে বসতে পারতেন।

দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। পরেরটিতে আনুশকা লিখেছেন, ‘তোমাকে নিয়ে সব সময়ই গর্বিত।’

দ্বিতীয় ছবিটি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগো সংযুক্ত। আর এই ছবির নিচে ক্যাপশনে লেখা, ‘বেঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি আলো হয়ে ফিরব।’ এ ছবি শেয়ার করেই কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা। অর্থাৎ, যে ঝড়ের পিছু ছুটতেও কুণ্ঠা করে না!

এই বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটাচ্ছেন কোহলি। পাঁচ ইনিংসে তার রান —৮৫, ৫৫*, ১৬, ১০৩* ও ৯৫। ১১৮.০০ গড়ে ৩৫৪ রান।

বিজনেস বাংলদেশ/একে