সাতক্ষীরা শ্যামনগরে উৎসবের রাতে মার্কেটে বিদ্যুৎতের শর্টসার্কিটের আগুনে পুড়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে । ২২ শে অক্টোবর রবিবার রাত দেড়টার সময় শ্যামনগর সদরের চৌরাস্তা মোড়ে অগ্রণী ব্যাংকের নিচতলায় একটি দোকানে কারেন্টের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। পরবর্তীতে মার্কেটে বেশ কয়েকটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে তৃতীয় তালায় আবাসিক হোটেলে থাকা মানুষদের নিচে নামিয়ে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করে আগুন নিভানোর কাজ শুরু করে। এবং কয়েক মিনিট পরে ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি ঘটনাস্থলে এসে হাজির হয়। প্রায় ৩ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনা সাকিব মোবাইল শপটি একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং খান সু স্টোর, মেসার্স আলামিন মোবাইল শপ, ফিরোজ টেলিকম, স্মার্ট মোবাইল শপ, ইত্যাদি মোবাইল শপ, শরিফ ইন্টারপ্রাইজ, গাজী মোবাইল শপ, অন্যরকম টেলিকম দোকানে আংকশিক পুড়ে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়। আর কিছু দোকান মালিক সাথে সাথে এসে তাদের দোকানের মালামাল বাইরে বের করে নেয়ায় তারা ক্ষতির হাত থেকে বেঁচে যায়।
প্রত্যক্ষদর্শী শ্যামনগর সদরের চায়ের দোকানদার বাসুদেব মন্ডল ও ইজিবাইক চালক ইসমাইল হোসেন জানান, হটাৎ তারা বোমের মত শব্দ শুনতে পান,ততক্ষনই কাছে গিয়ে দেখতে পান ধোঁয়ায় ঢেকে গেছে নিচতলা। এসময় পথচারী এবং দোকানদার মিলে ফায়ার সার্ভিসের ফোন করলে খুব দ্রুতই চলে আসে এবং প্রায় তিন ঘন্টা অক্লান্ত পরিশ্রমে পর আগুন নেভাতে সক্ষম হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনা স্থলে উপস্থিত থেকে বলেন, ফায়ার সার্ভিস সময়মতো আসার কারণে খুব বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছে মার্কেটটি কারণ মার্কেটটির নিচ তলায় সাওমি,ভিভো রিয়েলমির সোরুম সহ মোবাইল ও ইলেকট্রিকের দোকান, দ্বিতীয় তালায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তালায় আবাসিক হোটেল।




















