টাইগার বোলারদের দাপটে প্রথম পাওয়ার প্লেতে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩৬ রানেই দুই উইকেট হারায় প্রোটিয়ারা। বিপদ সামলে বড় জুটি গড়ে তুলছেন কুইন্টন ডি কক এবং অধিনায়ক এইডেন মারক্রাম। ইতোমধ্যে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নিয়েছেন ডি কক। ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯২ রান দক্ষিণ আফ্রিকার। ৫০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৪* রান নিয়ে ক্রিজে আছেন ডি কক। ২৪* রান নিয়ে লড়ছেন মারক্রাম।
বিধ্বংসী দক্ষিণ আফ্রিকাকে ভোগাচ্ছে টাইগার বোলাররা। হেনড্রিকসের বিদায়ের পর এবার রাসি ভ্যান ডার ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেললেন মেহেদী হাসান মিরাজ। ৮ম ওভারের পঞ্চম বলে ক্রিজ ছাড়ার আগে ৭ বলে ১ রান করেন প্রোটিয়া ব্যাটার। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান দক্ষিণ আফ্রিকার।
প্রথম আঘাত শরিফুলের
তানজিদ তামিম ক্যাচ ফেলে দেয়ায় নতুন জীবন পেয়েছিলেন রেজা হেনড্রিকস।
তবে প্রোটিয়া ওপেনারকে মাথাচড়া দিয়ে উঠতে দিলেন না শরিফুল ইসলাম। সপ্তম ওভারের প্রথম বলেই হেনড্রিকসকে বোল্ড করেন টাইগার পেসার। ফেরার আগে ১৯ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করেন হেনড্রিকস।
হেনড্রিকসের ক্যাচ ছাড়লেন তানজিদ
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজ। তবে ওভারের পঞ্চম বলে রেজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে যাওয়া বল তালুবন্দি করতে পারেননি স্লিপে থাকা তানজিদ হাসান তামিম। ২.২ ওভার শেষে বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩ রান।
বোলিংয়ে বাংলাদেশ- ফিরলেন সাকিব, একাদশে নেই হৃদয়
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর আড়াইটায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম। অসুস্থতার কারণে এই ম্যাচেও খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তবে চোট সারিয়ে মাঠে ফিরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ।
সাকিবের প্রত্যাবর্তনে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। কাঁধের চোটে ভারতের বিপক্ষে একাদশে না থাকা তাসকিন আহমেদ খেলছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। এদিকে দক্ষিণ আফ্রিকা একাদশে লুঙ্গি এনগিডির বদলি দলে সুযোগ হয়েছে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা লিজাড উইলিয়ামসের।
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার। এতে শতভাগ জয় পাওয়া প্রোটিয়ারা প্রত্যেক ম্যাচেই ন্যূনতম তিনশ’ রান করেছে। তবে শুরুতে বোলিং পেলেও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভীত নন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘শুরুতে বোলিং নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। তাদের অল্প রানে আটকে দিতে পারলে, সহজেই টার্গেট তাড়া করতে পারব। সাফল্য পেতে আমাদের সেরা খেলাটা দেখাতে হবে। ’
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লিজাড উইলিয়ামস।

























