০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিআরটিসির ছয় বাসে আগুন, ৮৫ লাখ টাকার ক্ষতি

বিএনপি ও জামায়াতের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও হরতাল চলাকালে ডিপোসহ রাজধানীতে ছয়টি বিআরটিসি বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতে চার মামলা হয়েছে।

বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে মতিঝিল ও নয়াপল্টনের মহাসমাবেশে থেকে ফেরার পথে প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিআরটিসি মতিঝিল বাস ডিপোতে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ঢাকা-আগরতলা, ঢাকা-কোলকাতা, আগরতলা-ঢাকা-কোলকাতা আন্তর্জাতিক কাউন্টারের অভ্যন্তরে কম্পিউটার, টেবিল, চেয়ার, সোফা, রুমের জানালার গ্লাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার সমপরিমান ক্ষয়-ক্ষতি হয়।

একইদিন মহাসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর শাহাজাহানপুর এলাকায় ঢাকা মেট্রো-ব-১১-৬২৫৭ নম্বরের বাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে বাসটির সম্পূর্ণ অংশ পুড়ে যায়। বিআরটিসির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় অন্তত ৬০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

এছাড়া রবিবার সকালে হরতালের মিছিল থেকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সার্ভিসের চারটি বাস ভাঙচুর করা হয়। এতে বাসের জানালার গ্লাস ও উইন্ডশিল্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একইদিন বেলা ১১টার দিকে জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-৫০৯৮ নম্বর বাসে টঙ্গী চেরাগ আলী নামক স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের তিনটি সিট পুড়ে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিআরটিসির ছয় বাসে আগুন, ৮৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি ও জামায়াতের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও হরতাল চলাকালে ডিপোসহ রাজধানীতে ছয়টি বিআরটিসি বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতে চার মামলা হয়েছে।

বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে মতিঝিল ও নয়াপল্টনের মহাসমাবেশে থেকে ফেরার পথে প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিআরটিসি মতিঝিল বাস ডিপোতে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় ঢাকা-আগরতলা, ঢাকা-কোলকাতা, আগরতলা-ঢাকা-কোলকাতা আন্তর্জাতিক কাউন্টারের অভ্যন্তরে কম্পিউটার, টেবিল, চেয়ার, সোফা, রুমের জানালার গ্লাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার সমপরিমান ক্ষয়-ক্ষতি হয়।

একইদিন মহাসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর শাহাজাহানপুর এলাকায় ঢাকা মেট্রো-ব-১১-৬২৫৭ নম্বরের বাসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে বাসটির সম্পূর্ণ অংশ পুড়ে যায়। বিআরটিসির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় অন্তত ৬০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

এছাড়া রবিবার সকালে হরতালের মিছিল থেকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সার্ভিসের চারটি বাস ভাঙচুর করা হয়। এতে বাসের জানালার গ্লাস ও উইন্ডশিল্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একইদিন বেলা ১১টার দিকে জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-৫০৯৮ নম্বর বাসে টঙ্গী চেরাগ আলী নামক স্থানে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের তিনটি সিট পুড়ে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ