ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। মঙ্গলবার ফান্ডটির ইউনিট দর কমেছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ফান্ডটি মঙ্গলবার সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এদিন ১৩ বারে ফান্ডের ১০ হাজার ৬১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮০ পয়সা পয়সা বা ৮ দশমিক ৯৯ শতাংশ দর কমেছে। মঙ্গলবার ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এদিন ফান্ডটি ৩০ বারে ৬৪ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন করেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন স্পিনিং মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, প্রভাতি ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এমটিবি ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

























