জলোচ্ছ্বাসের মত
Z R Zia
এর আগে আমি
শুধু একবারই প্রেমে পড়েছিলাম
তারপর দু’যুগ পার হয়েছে
ভেবেছিলাম আর কখনো
এসব হবে টবে না
হওয়া উচিতও নয়
আমার সে ভাবনা উল্টেপাল্টে
প্রবল প্রতাপে তুমি আসলে
সেদিক বিবেচনায় তোমাকে
জবরদখলকারী বলা যায়।
তোমাকে ভাল আমার লেগেছে
এ সরল স্বীকারোক্তি
কিন্তু আমাদের ভালোবাসা হবে
প্রেমে লুটোপুটি খাবো
এমন কখনো ভাবিনি
আমি বরং সতর্ক ছিলাম
প্রবল ঘূর্ণিঝড় হয়ে
উঁচু জলোচ্ছ্বাসের মত
সব পণ টন তুমি ভাসিয়ে দিলে।
এভাবে জড়িয়ে যাবো
ভাবিনি সত্য
কিন্তু জড়িয়ে গিয়ে বুঝেছি
এভাবে জড়ানোর খুব দরকার ছিল
সেই প্রয়োজনকে অস্বীকার করে
প্রেমহীন জীবন টেনে টেনে
নিজেকেই প্রবঞ্চিত করছিলাম
প্রেম যে এত অসহ্য সুন্দর
জীবন যে এখনো অপূর্ণ
তুমি না আসলে কী করে জানতাম!
দূর্ভিক্ষ আর প্রেমহীনতা যে
পরষ্পরের সমার্থক
এ কিন্তু তুমি শেখালে
সে বিবেচনায় তুমি
আমার শিক্ষাগুরু হয়ে গেলে।
প্রথম যৌবনের প্রাক্তন
আর এ বার তুমি
সব মিলে সারাজীবন দুজনকে
আমি ভালোবেসেছি
প্রথম প্রেমের স্মৃতি
আমি কখনো মুছতে চাইনি
থাক না বুকসেল্ফের কোনে
সংগোপনে লেখা খাতায়।
আর তোমাকে আমি
স্মৃতি করতে চাইনা কখনো
এই আজ, এখন এর মত
সারাজীবন তুমি
বর্তমান থেকো।


























