প্রগাঢ় আচ্ছন্নতায়
Z R Zia
ঝরে পড়া আলো রহস্য হয়ে যায়
হেমন্তের হিম হিম কুয়াশায়
নিস্তব্ধ রাতে ভবঘুরে হয়ে
ডুবি আমি প্রগাঢ় আচ্ছন্নতায়
শ্রাবস্তী এ নগরে ঘুরি ফিরি
পিচঢালা পরিপাটি রাস্তায়।
এ পথে যদি হতো দেখা
নিয়ন আলোয় মাখা
হতো কত শত কথা
হাতে হাত না হয় না হোক
মনে মনে কাছাকাছি আসা
আবছায়া পাশাপাশি হাঁটা।
জানি তুমি দূরে আছো
উড়ে উড়ে চলে আসো
রহস্য আলোয় হেঁটে হেঁটে
হিম হিম ভোর হোক
প্রেম না হয় না হোক
আমাদের জমা কথা শেষ হোক।
ভাবনায় তুমি তুমি
বাতাসে তুমি তুমি
জানি তুমি দূরে আছো
উড়ে উড়ে চলে আসো
রহস্য আলোয় হেঁটে হেঁটে
মনে মনে ভালোবাসো।
শোন মেয়ে মায়ায় ডুবি
আমি মায়ায় ভাসি
জানি আমি এ জগতে
তাকে কভু পাবো নাকো
তাই দূরে দূরে থাকো
মনে মনে ভালোবেসো।


























