ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল মহারণের বাকী আর মাত্র কয়েকঘণ্টা। শিরোপার মঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি স্বাগতিক ভারত। মহরণে নামার আগে অবশ্য অজিদের পরিপূর্ণ শক্তিশালী দল হিসেবে মানছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে অজিদের ঠেকাতে নিজেদের বোলিং ইউনিটের ওপর ভরসা রাখছেন তিনি।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন রোহিত। সেখানে অস্ট্রেলিয়াকে পরিপূর্ণ দল হিসেবে বলছেন ভারতীয় অধিনায়ক।
বলেছেন, ‘অস্ট্রেলিয়া শেষ ৮টির মধ্যে ৮টিতে জিতেছে। তারা ভালো ক্রিকেট খেলেছে। উভয় দলই ফাইনালে ওঠার যোগ্য। আমরা জানি অস্ট্রেলিয়া কী করতে পারে। তারা খুবই পরিপূর্ণ দল। তারা কী রকম ফর্মে আছে তা নিয়ে আমরা চিন্তা করতে চাই না, বরঞ্চ আমরা কী করতে চাই সেদিকে মনোযোগ দিতে চাই। আমরা আমাদের ক্রিকেট এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করি।’
অস্ট্রেলিয়াকে ঠেকাতে নিজেদের পেসার ও স্পিনারদের ওপর ভরসা রাখছেন রোহিত। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা বোলারদের প্রশংসাও করেছেন ভারতের অধিনায়ক। বলেছেন, ‘টুর্নামেন্টে বোলাররা আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছে।’
‘আমরা প্রথম চার, পাঁচটি খেলায় রান তাড়া করেছিলাম। যাদের ৩০০ রানের নিচে সীমাবদ্ধ রাখা ভারতের পক্ষে সহজ ছিল না। তবে আমাদের পেসার এবং স্পিনাররা দুর্দান্ত ছিল। বুমরাহ, শামি, সিরাজ দুর্দান্ত ছিল। স্পিনারদের জন্যও একই রকম, যখন আমরা মধ্য ওভারে উইকেট নিতে চেয়েছিলাম তারা এনে দিয়েছিল।’
ফাইনাল মহারণে দলের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ বলছেন রোহিত। যদিও একাদশ নিয়ে পিচ দেখার পর সিদ্ধান্ত নেয়ার কথাই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি মনে করি, যে কোনো একজনকে অন্তত ভাল ক্রিকেট খেলতে হবে। তাই ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ।’
‘আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নিইনি। ১৫ জনের মধ্যে যে কেউ খেলতে পারবে। আমরা পিচ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতাগুলো মাথায় রেখেই দল সাজাবো।’ .
ফাইনালে পিচ কেমন হবে তা নিয়েও কিছুটা আভাস দিয়েছেন রোহিত। বলেছেন, ‘ট্র্যাকে কিছুটা ঘাস রয়েছে। ভারত -পাকিস্তান ম্যাচে উইকেট অনেক বেশি শুষ্ক ছিল। আমার ধারণা, এটি একটি স্লো উইকেট হতে চলেছে। আমরা আগামীকাল পিচটি দেখব এবং মূল্যায়ন করব। তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আমি জানি না শিশির কতটা ফ্যাক্টর হবে। আমি মনে করি না টস কোনো বড় ভূমিকা পালন করবে।’
বিশ্বকাপের প্রস্তুতিতে কঠোর পরিশ্রম করেছে ভারতের ক্রিকেটাররা। শিরোপার মঞ্চে দলের অনান্য সদস্যের প্রতি বিশ্বাস আছে অধিনায়ক রোহিতের। সবকিছু মিলিয়ে অজিদের হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে চান রোহিত নিজেও।
বলেছেন, ‘আমি একই কথা বলতে চাই, এটি জিততে পারলে ভালো লাগবে। কারণ আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। যখনই আমরা এই ধরনের টুর্নামেন্ট খেলি, খেলোয়াড়দের বর্তমান ফর্ম অতীতে বিশ্বকাপের ফাইনাল খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দলে ২০১১ বিশ্বকাপ খেলা দুইজন খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপ ফাইনালের অংশ ছিল। আমরা জানি কিভাবে চাপ সামলাতে হয়। আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি তা চালিয়ে যেতে চাই।





















