রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র্যাব-৩। বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।
সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যাক্ত বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন বলেন, নাশকতা করার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুই জনকে আটক করেছি। আটকরা হলেন— মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
তিনি আরও বলেন, বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

























