সতীর্থের পথ অনুসরণ করলেন জো রুট। বেন স্টোকসের মতো আইপিএলের ২০২৪ আসর থেকে তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনিও। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রুটের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
আগামী আইপিএলে খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার সময় প্রায় শেষের পথে। এই সময়ে এসে নিজের সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন রুট। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আইপিএল দলটিও।
রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বিবৃতিতে বলেছেন, ‘খেলোয়াড় ধরে রাখা নিয়ে কথা বোলার সময় জো রুট আমাদের জানিয়েছেন, তিনি ২০২৪ আইপিএল-এ অংশ নেবেন না। অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন রুট। তিনি যে অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করছি।’
ভিত্তিমূল্য এক কোটি রুপিতে গত নিলামে রুটকে দলে টানে রাজস্থান। গত আসরটি ছিল আইপিএলে তার অভিষেক। পুরো মৌসুমে সুযোগ পেয়েছিলেন মাত্র তিন ম্যাচে, ব্যাটিং করেছেন মাত্র ১ ম্যাচে। বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে ১০ রান করেন রুট।
রুটের অল্প সময়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উপকৃত করেছে বলে মত রাজস্থানের, ‘৩২ বছর বয়সী রয়্যালস স্কোয়াডে অনেক গভীরতা ও অভিজ্ঞতা এনেছিলেন। যার কাছ থেকে ধ্রুভ জুরেল, রায়ান পরাগ, যশস্বী জয়জওয়ালদের মতো তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে।’
অতিরিক্ত খেলার চাপ সামলাতেই হয়তো রুট এখন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও নেই রুট। সেই দল ঘোষণার সময় ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছিলেন, রুটের বিশ্রাম প্রয়োজন।
এর আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস আইপিএলের আগামী মৌসুমে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি খেলতেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চোটের কারণে গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন স্টোকস।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি