আগামী ১৩ জুন থেকে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। রোজা ২৯টি হলে ১৮ জুন এবং রোজা ৩০টি হলে ১৯ জুন থেকে আবার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিকেশন ও জনসংযোগ বিভাগের ডিজিএম শফিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুর রহমান বলেন, বুধবার শবে কদর উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। তবে ঈদের ছুটি কয়দিন হবে তা এখনও নির্ধারিত হয়নি। রোজার উপর ছুটি নির্ভর করছে। তিনি জানান, রোজা ২৯টি হলে ১৮ জুন সোমবার থেকে আবার লেনদেন শুরু হবে।
সেক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪ দিন। অর্থাৎ লেনদেন বন্ধ থাকবে দুই কার্যদিবস। আর রোজা ৩০টি হলে ১৯ জুন মঙ্গলবার থেকে লেনদেন শুরু হবে। সে ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৫দিন। অর্থাৎ লেনদেন বন্ধ থাকে তিন কার্যদিবস।

























