বদলে যাওয়া সময়
Z R Zia
এ জীবনে আরেকটি বার
তোমার সাথে দেখা হোক
ক্ষণিকের জন্য হলেও দেখা হোক
এ আমার ভীষণ চাওয়া।
না না কোন দাবী নয়
কোন আকুতি নয়
আমি শুধু তোমাকে
আন্তরিক ধন্যবাদ দিতে চাই।
যার যা প্রাপ্য বুঝিয়ে দিতে
কোন কৃপণতা নয়
তুমি ছিলে বড় শিক্ষা
দিয়েছো অনেক দীক্ষা।
তুমিই শিখিয়েছো
প্রেমিকারাও প্রতারক হয়
এক নিমিষে অবিশ্বাসী হতে পারে
প্রেয়সীর বিশ্বাসী চোখ।
তুমিই দেখিয়েছো
কিভাবে ঘুরে দাঁড়াতে হয়
কিভাবে বদলে দিতে হয় সময়
প্রয়োজনে বাঁক নিতে হয়।
বদলে গেছে সময়
বদলে গেছি আমি
একবার দেখা হলে বলতাম
ধন্যবাদ সুপ্রিয় অভিনেত্রী।
আজ আমি জীবনকে চিনি
আজ আমি আমাকে চিনি
তোমাকে ধন্যবাদ দিতে চাই
পরিনত প্রতারিত এই আমি।


























