০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

বলুক আমিও

বলুক আমিও
Z R Zia

বহুদিন ভালোবাসাহীন আছি
এবার কেউ আসুক
বলুক আমিও।

এক সাথে বই হোক
এক সাথে সকাল হোক
এক সাথে চা হোক
নতুন কোন কবিতা হোক
একটু একটু প্রেম হোক।

নতুন করে ভালোবাসা
নতুন কোন সম্ভাবনা
চলার পথের প্রেরণা
নতুন কোন সৃষ্টি
যেমন হঠাৎ বৃষ্টি।

দুপুরে সিনেমা হোক
বিকেলে কফি
তুমুল আড্ডা হোক
বৃষ্টিতে ভেজা হোক
নতুন করে প্রেম হোক।

জোসনায় ভেজা হোক
পাশাপাশি হাঁটা হোক
এক তোড়া ফুল হোক
নতুন কোন প্রেম হোক
একটু না হয় ভুল হোক।

কেউ দেখে দেখুক
যা ইচ্ছে বলুক
অবাক তাকিয়ে থাকুক
না হয় চোখ নামিয়ে নিক
তবুও তুমুল প্রেম হোক।

বহুদিন ভালোবাসাহীন আছি
এবার কেউ আসুক
বলুক আমিও।

 

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

বলুক আমিও

প্রকাশিত : ০১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

বলুক আমিও
Z R Zia

বহুদিন ভালোবাসাহীন আছি
এবার কেউ আসুক
বলুক আমিও।

এক সাথে বই হোক
এক সাথে সকাল হোক
এক সাথে চা হোক
নতুন কোন কবিতা হোক
একটু একটু প্রেম হোক।

নতুন করে ভালোবাসা
নতুন কোন সম্ভাবনা
চলার পথের প্রেরণা
নতুন কোন সৃষ্টি
যেমন হঠাৎ বৃষ্টি।

দুপুরে সিনেমা হোক
বিকেলে কফি
তুমুল আড্ডা হোক
বৃষ্টিতে ভেজা হোক
নতুন করে প্রেম হোক।

জোসনায় ভেজা হোক
পাশাপাশি হাঁটা হোক
এক তোড়া ফুল হোক
নতুন কোন প্রেম হোক
একটু না হয় ভুল হোক।

কেউ দেখে দেখুক
যা ইচ্ছে বলুক
অবাক তাকিয়ে থাকুক
না হয় চোখ নামিয়ে নিক
তবুও তুমুল প্রেম হোক।

বহুদিন ভালোবাসাহীন আছি
এবার কেউ আসুক
বলুক আমিও।