এই যে গহীন অরণ্য
নীল পাহাড়
সবুজ নিস্তব্ধতা
শূন্য শূন্য ভালোলাগা
সব কিছু ছাপিয়ে
শুধু তোমার অভাব
অনুভব করছি প্রিয়তমা
শুধু তোমার অভাব।
সুন্দর সবকিছু আমাকে টানে
সেই সৌন্দর্যের খোঁজে
উঁচু নিচু ভয়ংকর পাহাড়ী পথ পেরিয়ে
ঘন অরণ্যের মধ্যখানে
ছবির মত এই ছোট্ট বাড়ীতে
আজ অতিথি হয়েছি।
এখানে পাহাড়ের পর পাহাড় বিন্যস্ত
উপত্যকার সবটুকু জুড়ে
নীলাভ সৌন্দর্য
একরাশ নিস্তব্ধতা
চারদিকে নেপালী আভা
সবকিছু ছাপিয়ে বুকের মধ্যে
একরাশ শূন্যতা
শুধু তোমার অভাব
অনুভব করছি প্রিয়তমা
শুধু তোমার অভাব।
পাখি ডাকলেও এখানে
পাহাড়ে পাহাড়ে
প্রতিধ্বনিত হয় বার বার
বুকের মধ্যে উচ্চারিত তোমার নাম
অনুরণিত হচ্ছে বার বার
মিশে যাচ্ছে সবুজের মধ্যে
পাহাড়ে পাহাড়ে
পুরো উপত্যকায়।
আমার সব অভাব মিটে যায়
শুধু তোমার অভাব মেটে না।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























