৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাননীয় উপাচার্য ড. শিরীণ আকতার।
তিনি বলেন, আমরা যখন বিজয় দিবসের কথা চিন্তা করি তখন একজনের কথা অজান্তেই মনে পড়ে যায়। তিনি ছাত্র অবস্থায় কিশোর জীবন থেকে নেতৃত্ব দিয়েছেন। অল্প বয়সে গোপালগঞ্জের নেতা ছিলেন।
তিনি আরও বলেন, আমরা জানি বাঙালি কখনো স্বাধীন ছিলো না। তাদেরকে সব সময় বিভিন্ন সাম্রাজ্যবাদীরা শোষণ করেছে। বাঙালি সব সময় স্বাধীনতার জন্য ছুটিছে কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। এদেশের হাওয়া বাতাসে বেড়ে উঠা বঙ্গবন্ধুর তার হাত ধরে বাঙালি প্রথম স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন ছিলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে সোনার মানুষ তৈরি হবে কিন্তু আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের মত বিশ্ববিদ্যালয় গড়তে পারিনি।
তিনি বলেন, গত ৫২ বছরে বাংলাদেশের অনেক কিছু অর্জন করেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল সহ নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কক্সবাজারের মত জায়গায় কী দারুণ ভাবে ট্রেন চলছে। এসবই শেখ হাসিনা সরকারের নেতৃত্বে হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদারের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য বেনু কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন আব্দুল্লাহ আল ফারুক। সিনেট সদস্য আব্দুল মামুন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য বেনু কুমার দে বলেন, ডিসেম্বর মাস যেমন আনন্দের তেমনি দুঃখেরও আমরা এ মাসে বুদ্ধিজীবীদের হারিয়েছে। এ বিজয় দিবস সহজে আসেনি। আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজ ভৌগোলিক কারণে সাম্রাজ্যবাদীরা দেশটা ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সুযোগ পায়নি ড. কদরতে গোদার শিক্ষাব্যবস্থা ভালো ভাবে প্রণয়ন করতে । কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন শিক্ষাব্যাবস্থা নতুন করে ঢেলে সাজাচ্ছেন। যা ২০২৬ সালে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। বিশ্বের বাইরে সব বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি বেজ শিক্ষা আছে কিন্তু বাংলাদেশে এখনো এমন শিক্ষা তৈরি হয়নি। বর্তমানে আমরা ইন্ডাস্ট্রি বেজ শিক্ষা তৈরির জন্য পদক্ষেপ হাতে নিয়েছি।
আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক বলেন, ৫২ তম বছরে এসে বাংলাদেশের অর্জন এখন অনেক। বিশ্বের বিভিন্ন সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়া শীর্ষে রয়েছে। ভারত এবং পাকিস্তানকে পিছনে ফেলেছে। অনেকে আমাদের তলাবিহীন ঝুড়ি বলতো কিন্তু বাংলাদেশ এখন এক সমৃদ্ধের ঝুড়ি। বঙ্গবন্ধু তনয়ী শেখ হাসিনার হাত ধরে আজ অর্থনীতি, স্বাস্থ্য, অবকাঠামোগত ও মানবাধিকার খাতে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশের এ উন্নতির অগ্রযাত্রা সমন্বয় রাখতে শেখ হাসিনাকে আবার প্রয়োজন।
তিনি আরও বলেন, পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে এখনো তার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পায়নি। এ স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এর আগে ছিট মহল সমস্যা , ভারত ও মায়ানমার নিকট হতে সমু্দ্রসীমা জয় ।
চবির সিনিট সদস্য আব্দুল আল মামুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব ইতিহাসে বিরল। অনেক স্বাধীনচেতা জাতি রয়েছে যারা শতচেষ্টা করেও স্বাধীন হতে পারেনি কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মাত্র ৯ মাসে স্বাধীন হয়েছে । দেশ স্বাধীনের পর মবছরে তিনি ক্ষমতায় ছিলেন। এসময়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। কিন্তু দেশ ও দেশের বাইরের থেকে ষড়যন্ত্রে করে বঙ্গবন্ধুসহ তার পরিবারেকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পরবর্তী সরকার তার হত্যার বিচার না করে উল্টো হত্যার দায় মুক্তি দিয়েছিল । বঙ্গবন্ধু কন্যা ৯৬ তে সরকার গঠন করে তিনি পরিবার হত্যার বিচার করেছেন। শুধু পরিবার না তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছেন।
এর আগে, সকাল ১০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে চবি উপাচার্য ড শিরীণ আকতার স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় স্বাধীনতা স্মারক ভাস্কর্য থেকে বর্ণাট্য রেলি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পক অর্পণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















