০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

মানবতাকে দিস বলি

মানবতাকে দিস বলি
হিমেল

বিস্ময় আর অবাক চোখে দেখছি জগৎটাকে,
স্মার্ট এই পৃথিবীটা বিমর্ষ আজ লাগে।
হানাহানি, দখলদারি চলছে বোমাবাজি,
হাজার শিশুর আর্তনাদে বাতাস ভারি আজই।
শুনছি আদিম যুগের মানুষ সভ্য ছিলো নাকো,
বনের পশু, জীব-জানোয়ার ওরাও মানুষ খেকো।
যুগের পরে যুগ কেটে আজ হলাম সভ্য জাতি,
সৃষ্টির সেরা মুকুট-ই যেন মানবজাতির ক্ষতি।
লজ্জিত আজ হায়েনারা হিংস্র জানোয়ার,
বলে তোরাই যদি নৃশংস হবি তবে মোদের কি দরকার?
হিংস্র তব নই কো মোরা জঙ্গলেতেই থাকি,
মানুষ তোরা নয়কো মানুষ তোদের পশু ডাকি।
ধর্মের নামে অধর্ম যেন চলছে জগৎটাতে,
কোমল শিশুর লাশটি কেন গর্ভবতী মায়ের কাঁধে!
কেউবা তোরা মুসলমান আর ইয়াহুদী, খ্রিস্টান,
হিন্দু, বৌদ্ধ, নাস্তিক তোরা এই কি তোদের নাম?
তোরাই নাকি সৃষ্টির সেরা বাকি সব অধম মোরা
আজ কি পরিচয় দিলি?
ধর্মের নামে কর্মের নামে অনায়াসে ধ্বংসের কামে
মানবতাকে দিস বলি।

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

মানবতাকে দিস বলি

প্রকাশিত : ০৩:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

মানবতাকে দিস বলি
হিমেল

বিস্ময় আর অবাক চোখে দেখছি জগৎটাকে,
স্মার্ট এই পৃথিবীটা বিমর্ষ আজ লাগে।
হানাহানি, দখলদারি চলছে বোমাবাজি,
হাজার শিশুর আর্তনাদে বাতাস ভারি আজই।
শুনছি আদিম যুগের মানুষ সভ্য ছিলো নাকো,
বনের পশু, জীব-জানোয়ার ওরাও মানুষ খেকো।
যুগের পরে যুগ কেটে আজ হলাম সভ্য জাতি,
সৃষ্টির সেরা মুকুট-ই যেন মানবজাতির ক্ষতি।
লজ্জিত আজ হায়েনারা হিংস্র জানোয়ার,
বলে তোরাই যদি নৃশংস হবি তবে মোদের কি দরকার?
হিংস্র তব নই কো মোরা জঙ্গলেতেই থাকি,
মানুষ তোরা নয়কো মানুষ তোদের পশু ডাকি।
ধর্মের নামে অধর্ম যেন চলছে জগৎটাতে,
কোমল শিশুর লাশটি কেন গর্ভবতী মায়ের কাঁধে!
কেউবা তোরা মুসলমান আর ইয়াহুদী, খ্রিস্টান,
হিন্দু, বৌদ্ধ, নাস্তিক তোরা এই কি তোদের নাম?
তোরাই নাকি সৃষ্টির সেরা বাকি সব অধম মোরা
আজ কি পরিচয় দিলি?
ধর্মের নামে কর্মের নামে অনায়াসে ধ্বংসের কামে
মানবতাকে দিস বলি।