দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান এক(১) পরিচালনা করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা,নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস, নাজিরপুর,পিরোজপুর এর বিরুদ্ধে জমি নামজারি বাবদ ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৭ ডিসেম্বর ২০২৩ ইং দুদক,সজেকা,পিরোজপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস,সহকারি কমিশনার (ভূমি) নাজিরপুর এর কার্যালয়, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,নাজিরপুর,পিরোজপুর থেকে অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ইতোমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্যত্র বদলী করা হয়েছে এবং অভিযোগকারীর নামজারি সংক্রান্ত আবেদনপত্রটি মঞ্জুর করে সমস্যার সমাধান করা হয়েছে।এরূপ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং সেবা প্রার্থীগণ যাতে কোনরূপ হয়রানির শিকার না হয়ে নির্বিঘ্নে সরকারি সেবা পায় সেই বিষয়ে বর্তমানে দায়িত্বরত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে সতর্ক করা হয়।
অভিযান দুই(২) সহকারী প্রকৌশলী, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা,রাজশাহী এর বিরুদ্ধে একই কর্মস্থলে ২১ বছর চাকুরী এবং ঠিকাদারদের সাথে যোগসাজশে বিভিন্ন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করে অর্থ উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম ভবানীগন্জ পৌরসভা, বাগমারা থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে এবং টেন্ডার, এস্টিমেট, নির্মাণসামগ্রী র ল্যাব টেস্ট, বিল ভাউচার এন্ট্রিসহ পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অভিযান-তিন(৩) দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ফরিদপুর থেকে ফরিদপুরেরর আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এলডিডিপি দেশীয় মুরগী উন্নয়ন প্রকল্পের ৪০ জন সুবিধাভোগীর ৪০ টি মুরগী ঘরের জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ ছিল। উক্ত টাকা সুবিধা ভোগীদের ব্যাংক একাউন্টে প্রদান করা হয়। উপকার ভোগীদের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে কর্মকর্তা নিম্ন মানের ঘর করে দিয়েছেন, তার মধ্যে ৩ টি ঘর এখনো অসম্পূর্ণ পাওয়া যায়। প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
অভিযান চার(৪) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা এর বিরুদ্ধে মসজিদের নামে বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়,পটুয়াখালীর থেকে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ২০২১-২২ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় ৩০টি প্রকল্প বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহপূর্বক দৈবচয়নের ভিত্তিতে কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কয়েকজন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে জিজ্ঞাসাবাদ করে এবং স্থানীয় জনগণের বক্তব্য শ্রবণ করে। অভিযান পরিচালনাকালে টিমের নিকট অভিযোগের প্রাথমিক সত্যতা নেই মর্মে প্রতীয়মান হয়।৪টি অভিযোগ ৩টি দপ্তরে পত্র ফেরনসহ পদক্ষেপ গ্রহন করেছে ।
বিজনেস বাংলাদেশ/একে

























