আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামটি এখনো অবহেলিত। এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের, স্কুল,মসজিদে সৌর প্যানেল বাতিগুলো দীর্ঘ কয়েক বছর যাবৎ নষ্ট হয়ে গেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো সোলার স্ট্রিট ল্যাম্প বাতিগুলো সংষ্কার উদ্যােগ নেওয়া কথা বলে দীর্ঘ কয়েক বছর যাবৎ জনপ্রতিনিধিদের নীরব ভূমিকা পালন করার অভিযোগ।একদিকে বন্যহাতির তান্ডব অন্যদিকে চুরের উপদ্রব। এ দুর্ভোগের প্রতিকার মিলবে কবে এমন প্রশ্ন সচেতন মহলের?
জানা যায়, গত একদশক থেকে বিভিন্ন জায়গায় থেকে এসে অবস্থান নেওয়া হাতিগুলো দিনে দেয়াং পাহাড়ে থাকলেও রাতে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে নেমে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর, ফসলি জমিনের ব্যাপক ক্ষয়ক্ষতির করাসহ প্রাণহানির মতো ঘটনা ঘটায়। সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ট্রিটল্যাম্প গুলো রাতে বেলায় বন্যহাতির তান্ডব এবং চুরের উপদ্রব থেকে রক্ষা ক্ষেত্রে ভূমিকা পালন করতো।দীর্ঘ কয়েক বছর যাবৎ সোলার স্ট্রিট ল্যাম্প বাতিগুলো নষ্ট হয়ে যাওয়া ফলে প্রতিদিন গুয়াপঞ্চক গ্রামের ৫নং ওয়ার্ড চোরের উপদ্রব বেড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদের বাড়ি, গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় সামনে, ফজু তালুকদারের বাড়ি,আব্দুল আজিজ ডিসির সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো স্ট্রিট ল্যাম্পগুলোর কোনোটির আলো নেই, আবার কোনোটির সোলার নেই। আবার কয়েকটিতে লাইটের অস্তিত্বই নেই। এভাবে অকেজো হয়ে পড়ে আছে লাইটগুলো।
এলাকায় সূত্রে জানা যায়, গত কয়েক মাসে গুয়াপঞ্চক গ্রামে ৫ নং ওয়ার্ড গবাদি পশু চুরি,মালামাল, নগদ টাকা, ব্যাটারি চালিত অটোরিকশা চুরি, অটোরিকশা এবং ভান গাড়ি ব্যাটারি চুরি, টিউবওয়েল, কবুতর চুরিসহ কোন কিছু বাদ পড়ছে না চোরের তালিকা থেকে। এলাকাবাসী আরো জানান, গত একদশক যাবৎ বন্যহাতির পাল গুয়াপঞ্চক গ্রামে আমাদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর, ফসলি জমিনের ব্যাপক ক্ষয়ক্ষতির সহ আহত এবং প্রাণ হারিয়ে অনেক জন। সৌর প্যানেল বাতিগুলো অকেজো হয়ে যাওয়া আমাদের দূর্ভোগ বেড়েছে। ঘন অন্ধকারে হাতি তান্ডব আর চুরি দুটি বেড়ে গেছে।
গত দু’মাসে গুয়াপঞ্চক গ্রামে ৫ নং ওয়ার্ড থেকে আমুরপাড়ার আনোয়ার এবং ইলিয়াস (লাক্ষা) অটোরিকশা ব্যাটারি চুরি।গত ২১ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে আমুরপাড়া থেকে সাগর, মাহমুদুল হক এবং ভেড়া খলিফা বাড়ি থেকে জাগীরের সহ ১৫ – ১৮ জোড়া কবুতর চুরি। ১৯ তারিখ রাতে মঙ্গলবার রাতে মুহাম্মদ উল্লাহ পাড়ায় থেকে আবদুল মাবুদ সওদাগরের ভান গাড়ি ৬টা ব্যাটারি চুরি অভিযোগ পাওয়া গেছে।
বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী জানান, চুরি বিষয়ে ভুক্তভোগীদের থানা অভিযোগ করতে বলেন,আমি মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে বলছি যে ইদানিং চুরি বেড়ে গেছে এবং রাতে পুলিশ টহল বাড়ানো জন্য বলা হয়েছে।সোলার স্ট্রিট ল্যাম্প অকেজো বিষয়ে জানতে চাইলে তিনি জানান,এটা নিয়ে তুমি উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আমি ওনাদের সাথে কথা বলছি ওনারা বলছে এগুলো নাকি কোন স্ট্রিটাম নেই।
এবিষয়ে জানতে চাইলে প্রকৌশলী তাসলিমা জাহান জানান এগুলো সোলার স্ট্রিট ল্যাম্প লাইটগুলো আমরা লাগাইনি। পিআইও অফিসে করছে মনে হয়। আপনি পিআইও অফিসে যোগাযোগ করুন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















