সাতকানিয়ার বিভিন্ন জায়গায় নির্বাচনী অফিস উদ্বোধন করলেন এম এ মোতালেব সিআইপি। (২৩ ডিসেম্বর শনিবার) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে, সাতকানিয়া রাস্তার মাথা, নাপিতের চর, আশেকর পাড়া, গোয়াজর পাড়া, পৌরসভা ২নম্বার ওয়ার্ড সামিয়ার পাড়া, সোনাকানিয়ার হাতিয়ারকূল এলাকায় ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন এম এ মোতালেব সিআইপি,
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের,
এছাড়াও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, চেয়ারম্যান আবু ছালেহ ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক রিদুওয়ান উদ্দিন ও কেরানীহাট বাজারের ইজারাদার নাজিম উদ্দীন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম.এ মোতালেব সিআইপি বলেন ,সাতকানিয়া-লোহাগাড়ার অন্তত ১০হাজারের মত লোক আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োজিত রয়েছে এসব পরিবারের সবাই আমাকে চেনেন আমি সাতকানিয়া লোহাগাড়ার অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই।
আগামী ৭ জানুয়ারী আমার প্রতীক ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে কর্মসংস্থানের মাধ্যমে তরুণ ও যুবকদের বেকার সমস্যা সমাধান করব। সাতকানিয়া লোহাগাড়ায় বেকারদের কর্মসংস্থানের জন্য অতীতেও কাজ করেছি ভবিষ্যতে ও করতে চাই। সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আমাকে নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এমনটাই প্রত্যাশা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















