০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

পাহাড়ের দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে হেলিকপ্টারে

রাঙামাটির দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি সদর উপজেলা হতে হেলিকপ্টার যোগে দুর্গম হেলিসর্টি ৬টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের প্রেরণ শুরু হয়।

নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে রাঙ্গামাটিতে মোট ১৮টি দুর্গম কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৩টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬৩৮ জন।

আরও জানা যায়, হেলিকপ্টারে করে বাঘাইছড়ি উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৪১ জন পুরুষ ও ১১৬৬ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ৫০৭ জন, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৭৭ জন পুরুষ ও ৯৬৫ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ১৪২ জন, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭৯ জন পুরুষ ও ৮৬৯ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৯৪৮ জন, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬১ জন পুরুষ ও ২২২ জন নারী ভোটার নিয়ে মোট ৫৮৩ জন, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৬ জন পুরুষ ও ৭২৮ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৫৮৪ জন ভোটার রয়েছেন।

এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজেলার যে কয়েকটি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে যেখানে কোন সড়ক যোগাযোগ নেই সেসব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী এবং ভোট গ্রহণ সংশ্লিষ্টদের পাঠানো শুরু হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: মোশারফ হোসেন খাঁন বলেন, জেলার ১৮ টি কেন্দ্র খুবই দুর্গম। তাই সেখানে হেলিকপ্টারে করে নির্বাচন সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হবে।

রাঙ্গামাটি ২৯৯ নং আসনে তিন জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত দীপংকর তালুকদার, তৃণমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান এবং সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

পাহাড়ের দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে হেলিকপ্টারে

প্রকাশিত : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

রাঙামাটির দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী যাচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি সদর উপজেলা হতে হেলিকপ্টার যোগে দুর্গম হেলিসর্টি ৬টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের প্রেরণ শুরু হয়।

নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে রাঙ্গামাটিতে মোট ১৮টি দুর্গম কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৩টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬৩৮ জন।

আরও জানা যায়, হেলিকপ্টারে করে বাঘাইছড়ি উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৪১ জন পুরুষ ও ১১৬৬ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ৫০৭ জন, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৭৭ জন পুরুষ ও ৯৬৫ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ১৪২ জন, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭৯ জন পুরুষ ও ৮৬৯ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৯৪৮ জন, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬১ জন পুরুষ ও ২২২ জন নারী ভোটার নিয়ে মোট ৫৮৩ জন, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৬ জন পুরুষ ও ৭২৮ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৫৮৪ জন ভোটার রয়েছেন।

এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজেলার যে কয়েকটি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে যেখানে কোন সড়ক যোগাযোগ নেই সেসব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী এবং ভোট গ্রহণ সংশ্লিষ্টদের পাঠানো শুরু হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: মোশারফ হোসেন খাঁন বলেন, জেলার ১৮ টি কেন্দ্র খুবই দুর্গম। তাই সেখানে হেলিকপ্টারে করে নির্বাচন সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হবে।

রাঙ্গামাটি ২৯৯ নং আসনে তিন জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত দীপংকর তালুকদার, তৃণমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান এবং সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।

বিজনেস বাংলাদেশ/একে