০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী, সমর্থন দিলেন স্বতন্ত্রকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন দুই প্রার্থী। তাঁরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম।

বুধবার (৩ জানুয়রি) রাতে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই দুজন প্রার্থী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ট্রাক প্রতীককে সমর্থন জানান।

মতবিনিময়কালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অভিযোগ করেন, নির্বাচনে তার কর্মীদের ভয়ভীতি-প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলা এবং কার্যালয় ভাংচুর করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ নির্বাচন এক পেশে নির্বাচন। এ কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আজ থেকে আমার প্রতীকের জন্য আর কোনো নির্বাচনী প্রচারণা চালাবো না।

তিনি আরও বলেন, এ নির্বাচনে জোট-মহাজোট নেই। যেহেতু এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাই আমিও আমার ব্যক্তিগত সমর্থন বাল্যবন্ধু স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীককে প্রদান করেছি। আমার সমর্থিত নেতাকর্মীদের বলবো, যদি সোমনাথ সাহাকে আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাক প্রতীকে ভোট দিবেন। এটা আমার ব্যক্তিগত সমর্থন ও অভিমত।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় কৃষকপার্টির আহ্বায়ক সাজ্জাব হোসেন আক্কাছ, পেশাজীবী পরিষদের যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক মো.মজিবুর রহমান, সোহেল রানা, বোকাইনগর জাতীয় পার্টির সদস্য মাছুম বিল্লাহ প্রমুখ।

অপরদিকে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করি। মনোনয়নপত্র দাখিল করলেও নিজ থেকে কখনোই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মানসিক ভাবে প্রস্তত ছিলাম না।

গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমি নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। কিন্ত নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার অফিসে সরাসরি উপস্থিত থাকতে না পারায় আমার মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

আগামী প্রজন্মের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, সকলেই যেন কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকে মোকাবেল করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র দরবারে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, নজরুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

 

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী, সমর্থন দিলেন স্বতন্ত্রকে

প্রকাশিত : ০৫:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন দুই প্রার্থী। তাঁরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম।

বুধবার (৩ জানুয়রি) রাতে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই দুজন প্রার্থী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ট্রাক প্রতীককে সমর্থন জানান।

মতবিনিময়কালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অভিযোগ করেন, নির্বাচনে তার কর্মীদের ভয়ভীতি-প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলা এবং কার্যালয় ভাংচুর করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ নির্বাচন এক পেশে নির্বাচন। এ কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আজ থেকে আমার প্রতীকের জন্য আর কোনো নির্বাচনী প্রচারণা চালাবো না।

তিনি আরও বলেন, এ নির্বাচনে জোট-মহাজোট নেই। যেহেতু এবারের নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাই আমিও আমার ব্যক্তিগত সমর্থন বাল্যবন্ধু স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীককে প্রদান করেছি। আমার সমর্থিত নেতাকর্মীদের বলবো, যদি সোমনাথ সাহাকে আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাক প্রতীকে ভোট দিবেন। এটা আমার ব্যক্তিগত সমর্থন ও অভিমত।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় কৃষকপার্টির আহ্বায়ক সাজ্জাব হোসেন আক্কাছ, পেশাজীবী পরিষদের যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক মো.মজিবুর রহমান, সোহেল রানা, বোকাইনগর জাতীয় পার্টির সদস্য মাছুম বিল্লাহ প্রমুখ।

অপরদিকে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করি। মনোনয়নপত্র দাখিল করলেও নিজ থেকে কখনোই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মানসিক ভাবে প্রস্তত ছিলাম না।

গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমি নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। কিন্ত নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার অফিসে সরাসরি উপস্থিত থাকতে না পারায় আমার মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

আগামী প্রজন্মের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, সকলেই যেন কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকে মোকাবেল করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র দরবারে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, নজরুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি