০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

যে কোন হয়রানিমূলক মামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি ফয়জুর রহমান বাদলের

আশপাশের কারও মাধ্যমে নিয়ন্ত্রিত হবেন না বলে ভোটারদের আশ্বস্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল। দলের কোনো নেতাকর্মী সহ সাংবাদিকদেরও মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেউ বিপদে ফেলতে পারবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দির গণি শাহর মাজার প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি।

ফয়জুর রহমান বাদল বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী নবীনগর এলাকার অধিবাসী। আমরা শিক্ষা-দীক্ষায় অনেক উন্নত। কিন্তু আমাদের একটি দোষ আছে, তা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত। যেহেতু দাঙ্গায় লিপ্ত থাকি সেজন্যে এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি সকলের সঙ্গে মিলেমিশে দাঙ্গা নিরসনে কাজ করব। আমি নিরপেক্ষভাবে সকলের হয়েই কাজ করব। আমরা নবীনগরকে একটি শান্তির নবীনগর হিসেবে দেখতে চাই।’

নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি অন্যায়ের কোনো প্রশ্রয় দেব না এবং কোনো দলের পক্ষ নেব না। আমাকে আশেপাশের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি, অতীতেও আমি এমপি থাকার সময় কারও কথায় নিয়ন্ত্রণ হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন সায়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লাল মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন ও নুরুন্নাহার বেগম সহ আরো অনেকে। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, ইব্রাহিমপুর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা মো. আবুল হোসেন সরকার বলেন, এলাকার ভোটারদের
মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখানে দল মত নির্বিশেষে মানুষের মাঝে ইলেকশন হচ্ছে বলেই বোঝা যায়। জয়ের ব্যবপারে শতভাগ আশাবাদী।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন আসলাম চৌধুরী

যে কোন হয়রানিমূলক মামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি ফয়জুর রহমান বাদলের

প্রকাশিত : ০৫:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

আশপাশের কারও মাধ্যমে নিয়ন্ত্রিত হবেন না বলে ভোটারদের আশ্বস্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল। দলের কোনো নেতাকর্মী সহ সাংবাদিকদেরও মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেউ বিপদে ফেলতে পারবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দির গণি শাহর মাজার প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি।

ফয়জুর রহমান বাদল বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী নবীনগর এলাকার অধিবাসী। আমরা শিক্ষা-দীক্ষায় অনেক উন্নত। কিন্তু আমাদের একটি দোষ আছে, তা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত। যেহেতু দাঙ্গায় লিপ্ত থাকি সেজন্যে এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি সকলের সঙ্গে মিলেমিশে দাঙ্গা নিরসনে কাজ করব। আমি নিরপেক্ষভাবে সকলের হয়েই কাজ করব। আমরা নবীনগরকে একটি শান্তির নবীনগর হিসেবে দেখতে চাই।’

নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি অন্যায়ের কোনো প্রশ্রয় দেব না এবং কোনো দলের পক্ষ নেব না। আমাকে আশেপাশের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি, অতীতেও আমি এমপি থাকার সময় কারও কথায় নিয়ন্ত্রণ হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন সায়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লাল মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন ও নুরুন্নাহার বেগম সহ আরো অনেকে। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, ইব্রাহিমপুর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা মো. আবুল হোসেন সরকার বলেন, এলাকার ভোটারদের
মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখানে দল মত নির্বিশেষে মানুষের মাঝে ইলেকশন হচ্ছে বলেই বোঝা যায়। জয়ের ব্যবপারে শতভাগ আশাবাদী।

বিজনেস বাংলাদেশ/bh