০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

লালমনিরহাটে ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা

লালমনিরহাট সীমান্ত বেষ্টিত উত্তরের একটি অবহেলিত জেলা। হঠাৎ করে কয়েকদিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়া ও হিমেল হাওয়ায় নবজাতক শিশুরা ও বয়স্ক বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালের আউটডোরে আগের তুলনায় প্রায় কয়েকগুন বেড়েছে রোগীর সংখ্যা। শুধু আউটডোরেই নয় শিশু ওয়ার্ডে ও ম্যাডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় কয়েকগুন। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডটি ১০ শয্যার হলেও বর্তমানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা গেছে প্রায় ৪০ জন শিশুকে। এদের মধ্যে একদিনেই ভর্তি হয়েছে ২২ জন শিশু। এসব শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত।

চিকিৎসা নিতে আসা পার্শ্বতর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শার্মী আকতার (৩) ঠান্ডাজনিত পানিবাহী রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রোববার (৩১ ডিসেম্বর)। তার মা আমেনা বেগম বলেন, গত শুক্রবার রাত থেকে ঠান্ডার প্রকোপ বেড়েছে। কিন্তু হাসপাতালে রোগী বেশি থাকায় ছেলের জন্য বেড মেলেনি। তাই কষ্ট করে মেঝেতেই বিছানা পেতে আছি।

লালমনিরহাট শহরের পার্শ্ববর্তী বানভাসা এলাকার পল্লবী রানীর ছেলে পরম রায়কে নিয়ে বিছানা পেতেছেন হাসপাতালের মেঝেতে। তিনি বলেন, সকালে ছেলেকে নিয়ে এসেছি। ছেলের শরীর কাঁপুনি দিয়ে উঠছে। ভর্তির পরপরই একবার ডাক্তার এসে দেখে গেছেন। বর্তমান আমার ছেলে একটু সুস্থ।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা গফুর মিয়া (৬৫) বলেন, ঠান্ডা পড়লেই এই সমস্যায় পড়তে হয়। কয়েকদিনের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে তাই হাসপাতালে এসেছি।

শিশু ওয়ার্ডে ভর্তিরত অন্যান্য শিশুদের স্বজনরা বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শিশু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে অনেকেই বেড না পেয়ে মেঝেতে বিছানা পেতেছেন। কুয়াশা কম থাকলেও রাতের ঠান্ডার প্রকোপ বেড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কম ছিলো। তিন দিনের অতিরিক্ত ঠান্ডা ও হিমেল হাওয়ার কারণে দিনদিন রোগীর চাপ আউটডোর ও শিশু ওয়ার্ডে বাড়ছে।

লালমনিরহাট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানা হাফিজ বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় নবজাতক ও শিশুদের নানা ধরনের রোগ বেড়ে গেছে। আগের চেয়ে আউটডোরে রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে অধিকাংশ রোগী শিশু। অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তিনি আরও বলেন, শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে।

পরামর্শ হিসেবে এই চিকিৎসক বলেন, এই সময় নবজাতক ও শিশুদের মায়ের কাছাকাছি রাখতে হবে। ঘরের মেঝে ও স্যাঁতসেঁতে স্থানে শিশুদের রাখা যাবে না। শীতে তাদের কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুষম খাবারের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার দিতে হবে। শিশুর ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে, স্যালাইনের পানি গরম করার পর ঠান্ডা করে খাওয়াতে হবে। শিশুদের ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এছাড়া শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানা ধরনের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন আসলাম চৌধুরী

লালমনিরহাটে ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা

প্রকাশিত : ০৬:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

লালমনিরহাট সীমান্ত বেষ্টিত উত্তরের একটি অবহেলিত জেলা। হঠাৎ করে কয়েকদিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়া ও হিমেল হাওয়ায় নবজাতক শিশুরা ও বয়স্ক বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালের আউটডোরে আগের তুলনায় প্রায় কয়েকগুন বেড়েছে রোগীর সংখ্যা। শুধু আউটডোরেই নয় শিশু ওয়ার্ডে ও ম্যাডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় কয়েকগুন। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডটি ১০ শয্যার হলেও বর্তমানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা গেছে প্রায় ৪০ জন শিশুকে। এদের মধ্যে একদিনেই ভর্তি হয়েছে ২২ জন শিশু। এসব শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত।

চিকিৎসা নিতে আসা পার্শ্বতর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শার্মী আকতার (৩) ঠান্ডাজনিত পানিবাহী রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রোববার (৩১ ডিসেম্বর)। তার মা আমেনা বেগম বলেন, গত শুক্রবার রাত থেকে ঠান্ডার প্রকোপ বেড়েছে। কিন্তু হাসপাতালে রোগী বেশি থাকায় ছেলের জন্য বেড মেলেনি। তাই কষ্ট করে মেঝেতেই বিছানা পেতে আছি।

লালমনিরহাট শহরের পার্শ্ববর্তী বানভাসা এলাকার পল্লবী রানীর ছেলে পরম রায়কে নিয়ে বিছানা পেতেছেন হাসপাতালের মেঝেতে। তিনি বলেন, সকালে ছেলেকে নিয়ে এসেছি। ছেলের শরীর কাঁপুনি দিয়ে উঠছে। ভর্তির পরপরই একবার ডাক্তার এসে দেখে গেছেন। বর্তমান আমার ছেলে একটু সুস্থ।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা গফুর মিয়া (৬৫) বলেন, ঠান্ডা পড়লেই এই সমস্যায় পড়তে হয়। কয়েকদিনের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে তাই হাসপাতালে এসেছি।

শিশু ওয়ার্ডে ভর্তিরত অন্যান্য শিশুদের স্বজনরা বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শিশু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে অনেকেই বেড না পেয়ে মেঝেতে বিছানা পেতেছেন। কুয়াশা কম থাকলেও রাতের ঠান্ডার প্রকোপ বেড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কম ছিলো। তিন দিনের অতিরিক্ত ঠান্ডা ও হিমেল হাওয়ার কারণে দিনদিন রোগীর চাপ আউটডোর ও শিশু ওয়ার্ডে বাড়ছে।

লালমনিরহাট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানা হাফিজ বলেন, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় নবজাতক ও শিশুদের নানা ধরনের রোগ বেড়ে গেছে। আগের চেয়ে আউটডোরে রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে অধিকাংশ রোগী শিশু। অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। তিনি আরও বলেন, শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে।

পরামর্শ হিসেবে এই চিকিৎসক বলেন, এই সময় নবজাতক ও শিশুদের মায়ের কাছাকাছি রাখতে হবে। ঘরের মেঝে ও স্যাঁতসেঁতে স্থানে শিশুদের রাখা যাবে না। শীতে তাদের কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুষম খাবারের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার দিতে হবে। শিশুর ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে, স্যালাইনের পানি গরম করার পর ঠান্ডা করে খাওয়াতে হবে। শিশুদের ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এছাড়া শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানা ধরনের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি