০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে টাইম বোমা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। এটি যে কোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ হতে পারত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে তিনি জানান, এ বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

তবে সঠিক সময় এটি উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অনেক মানুষ। পরে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহণের একটি বাস থেকে বোমাটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, ৩০ সিটের বাসটিতে ওই এক সিট ছাড়া সব সিটেই যাত্রী ছিল। বোমাসদৃশ বস্তু দেখার পর যাত্রীদের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে যাত্রীদের অভয় দিয়ে সবাইকে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বোমাটি উদ্ধার করা হয়।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে টাইম বোমা

প্রকাশিত : ০১:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে। এটি যে কোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ হতে পারত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে তিনি জানান, এ বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

তবে সঠিক সময় এটি উদ্ধার হওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অনেক মানুষ। পরে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহণের একটি বাস থেকে বোমাটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, ৩০ সিটের বাসটিতে ওই এক সিট ছাড়া সব সিটেই যাত্রী ছিল। বোমাসদৃশ বস্তু দেখার পর যাত্রীদের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে যাত্রীদের অভয় দিয়ে সবাইকে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বোমাটি উদ্ধার করা হয়।