দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে শনিবার সকাল থেকেই সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের ৮৯২ টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রগুলেতে নিয়ে যাচ্ছে। তবে চরাঞ্চলের কেন্দ্রগুলোতে আজকে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। অন্যান্য কেন্দ্রগুলোতে সকালে যাবে বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছে। এবারের নির্বাচনে ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনএম, জাকের পার্টি, তৃনমুল বিএনপি, জাসদ ও বাসদসহ ৮টি দলের ২৬ জন এবং স্বতন্ত্র ৫ জন মিলে ৩১ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তমাল হোসেন জানান, সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মোট ভোটার রয়েছেন ২৫ লাখ ১২ হাজার ১০০ জন। ৮৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের মাঠে ৩৪জন নির্বাহী মাজিষ্ট্রেট, ১২জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনীর ২৩টি পেট্টোল টিম, ১৫ প্লাটুন বিজিবি সদস্য, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি
























