বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৬০৩টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৫ কোটি ৪৩ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিম লিমিটেডের।
এই কোম্পানির ৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৮৭ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ১৬ লাখ ২৮ হাজার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ২৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন ১৫ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ২২ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্ট্যাইল ক্রাফট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা, কুইন সাউথ টেক্সটাইল, প্যারাউন্ট টেক্সটাইল, গ্রামীণফোন, বিডি অটোকার্স, রহিম টেক্সটাইল, সামিট পাওয়ার, আইপিডিসি, লিন্ডেবিডি, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, অ্যাপেক্স ট্যানারি, বাটা সু, ইবনে সিনা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ও কেপিসিএল।

























