০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সোয়া ২ ঘণ্টায় দুই বুথে ৪ ভোট

টাঙ্গাইলের আটটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুইটি বুথে সোয়া দুই ঘণ্টায় চার ভোট পড়েছে। এ দুইটি বুথে ৫০৬জন ভোটার রয়েছে। নিউজটি লেখা পর্যন্ত সকাল সোয়া ১০ টায় ভোট দিতে এ দুটি বুথে চার জন ভোটার আসতে দেখা গেছে।  
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। ওই দুইটি বুথে সোয়া দুই ঘণ্টায় চারজন ভোটার এসেছে। কলিয়া কেন্দ্রে ৩১৮৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫০৬ জন ভোটার সেহরাইল গ্রামের।
কলিয়া ও সেহরাইল গ্রাম মিলে একটি কেন্দ্র। সেহরাইল গ্রামটি একটু দূরে এজন্য ভোটার আসতে সময় লাগছে।
জেলার আটটি আসনে সরকারদলীয় ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন। এর মধ্যে ছয়টিতে চাপে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি দুইটিতে নৌকার প্রার্থীরা নির্ভার রয়েছেন। এবার ছয়টি আসনে জয় পেতে নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন ভোটাররা।
প্রসঙ্গত, জেলার আটটি আসনে মোট ভোটার ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ ও নারী ভোটার ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে ২০ জন হিজড়া ভোটার রয়েছেন।
ট্যাগ :

সোয়া ২ ঘণ্টায় দুই বুথে ৪ ভোট

প্রকাশিত : ১২:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
টাঙ্গাইলের আটটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুইটি বুথে সোয়া দুই ঘণ্টায় চার ভোট পড়েছে। এ দুইটি বুথে ৫০৬জন ভোটার রয়েছে। নিউজটি লেখা পর্যন্ত সকাল সোয়া ১০ টায় ভোট দিতে এ দুটি বুথে চার জন ভোটার আসতে দেখা গেছে।  
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। ওই দুইটি বুথে সোয়া দুই ঘণ্টায় চারজন ভোটার এসেছে। কলিয়া কেন্দ্রে ৩১৮৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫০৬ জন ভোটার সেহরাইল গ্রামের।
কলিয়া ও সেহরাইল গ্রাম মিলে একটি কেন্দ্র। সেহরাইল গ্রামটি একটু দূরে এজন্য ভোটার আসতে সময় লাগছে।
জেলার আটটি আসনে সরকারদলীয় ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন। এর মধ্যে ছয়টিতে চাপে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি দুইটিতে নৌকার প্রার্থীরা নির্ভার রয়েছেন। এবার ছয়টি আসনে জয় পেতে নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন ভোটাররা।
প্রসঙ্গত, জেলার আটটি আসনে মোট ভোটার ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ ও নারী ভোটার ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে ২০ জন হিজড়া ভোটার রয়েছেন।