০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে জাল ভোট দিতে গিয়ে চার যুবকের কারাদন্ড

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছদ্মবেশে জাল ভোট দিতে আসা চারজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান।

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে বারটার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত চার যুবক হলেন- উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের মো: সাগরের ছেলে শওকত (১৯), আবদুল হকের ছেলে জহির হাসান (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে হালিম (২০) ও মৃত শাহজাহানের ছেলে কুল মিয়া।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বলেন, সকালে ছদ্মবেশে ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।

পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। এ সময় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন। পরে দন্ড প্রাপ্ত চার যুবককে পানছড়ি থানায় পাঠানো হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

খাগড়াছড়িতে জাল ভোট দিতে গিয়ে চার যুবকের কারাদন্ড

প্রকাশিত : ০৬:০১:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছদ্মবেশে জাল ভোট দিতে আসা চারজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান।

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে বারটার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত চার যুবক হলেন- উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের মো: সাগরের ছেলে শওকত (১৯), আবদুল হকের ছেলে জহির হাসান (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে হালিম (২০) ও মৃত শাহজাহানের ছেলে কুল মিয়া।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বলেন, সকালে ছদ্মবেশে ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।

পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। এ সময় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন। পরে দন্ড প্রাপ্ত চার যুবককে পানছড়ি থানায় পাঠানো হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি