ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের সৌদি আরব প্রবাসী দুই সন্তানের জননী বাছির মিয়ার স্ত্রী লাবনী বেগমের (২৮) রশিতে ঝুলাঁনো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি লাভনীকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে তার শ্বশুর বাড়ির লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে লাভনীর সঙ্গে একই উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের দুলা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী বাছিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে জমজ মিম ও রিয়ান নামের দুই বছরের দুই সন্তান রয়েছে। আজ সকালে গ্রামে নিজ ঘরের ভেতরে তীরের সঙ্গে গলায় রঁশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই শ্বাশুড়ি ভয়ে পালাতক রয়েছে।
মেয়ের মা বলেন, আমরা খবর শুনে বিদ্যাকুট থেকে ছুটে এসে দেখি আমার মেয়ে ফাঁস লাগানো অবস্থায় পা খাটের মধ্যে লেগে ঝুঁলে আছে। আমরা এসে রশি কেটে লাশ নিচে নামাই।
আমি আসার পর আমার মেয়ের শ্বাশুড়ি পালিয়ে গেছে।
আমি এর সুষ্ঠু তদন্ত চাই।
নটঘর ইউনিয়নের এই ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন মেম্বার বলেন,আমি শুনতে পারি আমার ওয়ার্ডে একজন গৃহবধু আত্মহত্যা করছে, তাৎক্ষনিক আমি এসে দেখি মৃতদেহ তারা রঁশি কেটে নিচে নামিয়ে রাখছে। তারপর আমি পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পুলিশ তদন্ত করে এবং এব্যাপারে শিবপুর পুলিশ ফাঁরির ইনচার্জ এস আই আক্কাস আলী রুবেল বলেন, এ বিষয় নিয়ে কেউ কোন অভিযোগ না করার কারণে অপমৃত্যুর ডায়েরি করে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
নবীনগরে সৌদি প্রবাসী গৃহবধুর লাশ দেখে শ্বাশুড়ি পালাতক!
-
নুরে আলম, নবীনগর : - প্রকাশিত : ০৬:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- 114
ট্যাগ :
জনপ্রিয়






















