০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

শাহজাদপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ড এর দক্ষিণে আরকে টেক্সটাইল মিলসের ভিতরের মাটি খুড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌস একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস  আলীর ছেলে। তিনি ওই মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে আরকে টেক্সটাইল মিলে যায় ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। তারপর পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তি ও সোর্সের সহযোগীতায় আর. কে টেক্সটাইলের ভিতরে বালুর নিচে পুতেঁ রাখা ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। এবং কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে থানা পুলিশ কাজ করছে। আশাকরি অতিদ্রুত জরিতদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার 

প্রকাশিত : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ড এর দক্ষিণে আরকে টেক্সটাইল মিলসের ভিতরের মাটি খুড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌস একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস  আলীর ছেলে। তিনি ওই মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে আরকে টেক্সটাইল মিলে যায় ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। তারপর পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তি ও সোর্সের সহযোগীতায় আর. কে টেক্সটাইলের ভিতরে বালুর নিচে পুতেঁ রাখা ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। এবং কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে থানা পুলিশ কাজ করছে। আশাকরি অতিদ্রুত জরিতদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে