১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আখাউড়ায় অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় মোটর সাইকেল পার্কিং করে সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌর শহরের সড়ক বাজারে পৃথক দুটি আদালতে প্রত্যেক মোটর সাইকেল মালিককে ৫০০ টাকা করে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ।

আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম ও পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

আদালত সূত্রে জানা যায়, শহরে জনসাধারণের চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য আদালত পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন, চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তায় গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫টি মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়েছে। এবং এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

আখাউড়ায় অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা 

প্রকাশিত : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় মোটর সাইকেল পার্কিং করে সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌর শহরের সড়ক বাজারে পৃথক দুটি আদালতে প্রত্যেক মোটর সাইকেল মালিককে ৫০০ টাকা করে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ।

আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম ও পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

আদালত সূত্রে জানা যায়, শহরে জনসাধারণের চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য আদালত পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন, চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তায় গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫টি মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়েছে। এবং এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি