জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু ও সিলেট-২ আসন থেকে নির্বাচন করা ইয়াহ ইয়া চৌধুরীকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেইসঙ্গে ঢাকা মহানগর উত্তর কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগর উত্তর এর মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছেন। সেইসঙ্গে মোঃ শফিকুল ইসলাম সেন্টু ও ইয়াহ ইয়া চৌধুরী’কে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান পদ সহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এর আগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায়কে বহিষ্কার করা হয়।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















